- প্রচ্ছদ
-
- ঢাকা
- তারেক রহমান ও ডাঃ জোবাইদা রহমান’কে সাজা দেওয়ায় শরীয়তপুরে যুবদলের প্রতিবাদ সমাবেশ
তারেক রহমান ও ডাঃ জোবাইদা রহমান’কে সাজা দেওয়ায় শরীয়তপুরে যুবদলের প্রতিবাদ সমাবেশ
প্রকাশ: ৫ আগস্ট, ২০২৩ ১২:২৫ অপরাহ্ণ
শরীয়তপুর প্রতিনিধি:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডাঃ জোবাইদা রহমানের বিরুদ্ধে আদালতের দেওয়া রায়ের প্রতিবাদে শরীয়তপুর জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকালে শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর এলাকায় বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করা হয়।
শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদল নেতা অ্যাডভোকেট মৃধা নজরুল কবিরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও শরীয়তপুর সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি নাজমুল হক বাদল।
বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা সেলিম বেপারী, মোফাজ্জল মোল্যা, জেলা ছাত্রদল নেতা পান্থ তালুকদার, ইমাম মোল্লা, আমির মোল্লা, জাসাস নেতা মনজুর হাসান, সাবেক ছাত্রনেতা জাবেদ ঢালী প্রমূখ। এসময় দলীয় বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভিপি নাজমুল হক বাদল বলেন, বিএনপি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য রাজপথে আন্দোলন করছে। আন্দোলনের মাধ্যমেই শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়ে গণমানুষের দাবি আদায় করা হবে। নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে শেখ হাসিনা দেশের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডাঃ জোবাইদা রহমানকে ফরমায়েসি রায় দিয়ে সাজা দিয়েছে। বাংলাদেশের মানুষ এই রায় মানে না।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মৃধা নজরুল কবির বলেন, এই সরকার দেশের মানুষ থেকে সম্পূর্ণ জনবিচ্ছিন্ন। এ দেশের মানুষ আওয়ামী লীগকে আর ক্ষমতায় দেখতে চায় না। তারা প্রশাসনকে ব্যবহার করে আবারও ক্ষমতায় আসার দিবা স্বপ্ন দেখছে।
অচিরেই তারেক রহমানের নেতৃত্বে দুর্বার আন্দোলনের মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।
Please follow and like us:
20 20