আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৪৪
বিডি দিনকাল ডেস্ক:- তুরস্ক-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের নারীরা অনেক এগিয়ে আছে। আমাদের নারীরা কোনো অংশে পিছিয়ে নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন নারী। বিরোধী দলীয় নেতাও নারী। গত ১৩ বছরে নারীদের যেই অগ্রগতি হয়েছে, এটি পৃথিবীতে উদাহরণ। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। নারীদের অবদান অসামান্য। আমাদের দেশের নারীরা এখন প্রথম সারির পত্রিকার সম্পাদক, ডিসি, ডিআইজি এমনকি প্রাইভেট সেক্টরগুলোতে নারীরা অনেক ভূমিকা রাখছেন।
মঙ্গলবার (৮মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘স্বাধীনতার ৫০ বছরে সাংবাদিকতায় নারী’ শীর্ষক আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, গার্মেন্টস পণ্য যারা উৎপাদন করে তাদের অধিকাংশই নারী।প্রায় ৫০ থেকে ৬০ লাখ নারী গার্মেন্টস শিল্পে কর্মরত। যত কাজ হয় পৃথিবীতে তার ৭০ ভাগ কাজ করে নারী। নারীর অগ্রগতির মধ্যে দিয়েই সমাজ ও দেশের উন্নয়ন হয়। আমাদের দেশের নারীরা পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে। সাংবাদিকতায় নারীরা আজকে যেভাবে এগিয়ে আসছে, কয়েকজন নারী যখন ক্যামেরা নিয়ে ছুটোছুটি করে তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকি। তবে এ ক্ষেত্রে প্রাইভেট চ্যানেলের অবদান অনেক বেশি। দেখা যায় প্রাইভেট চ্যানেলে বহু নারী রিপোর্টার ভালো প্রতিবেদন করেন। বর্তমানে প্রায় ৩৬টি প্রাইভেট চ্যানেল রয়েছে। অনেক বড় পত্রিকার সম্পাদক এখন নারী। যেসব দেশে নারীরা পিছিয়ে, তারা অর্থনৈতিক দিক দিয়েও পিছিয়ে আছে। আজকের নারীরা আরও এগিয়ে যেতে পারত যদি বিগত সরকার নারীদের নিয়ে কাজ করতেন। সব ক্ষেত্রে এই সরকার নারীদের অগ্রগতির জন্য কাজ করছে। বাংলাদেশে মাথাপিছু আয় প্রায় সাড়ে ৪ গুণ বৃদ্ধি পেয়েছে। নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। নারী প্রগতির মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে।
সেমিনারে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাইনুল আলম, সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাহফুজা জেসমিন।
অনুষ্ঠানে ডাকসুর সাবেক প্রথম নারী ভিপি অধ্যাপক মাহফুজা খানমকে সম্মাননা পদক প্রদান করা হয়। আলোচনায় অংশ নেন বাংলাদেশের প্রথম নারী সম্পাদক মানবজমিন এর সম্পাদক মাহবুবা চৌধুরী, ডাকসুর সাবেক প্রথম নারী ভিপি অধ্যাপক মাহফুজা খানম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |