আজ বুধবার | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৮ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ২:০৮
মনির হোসেন জীবন -রাজধানীর তুরাগের দিয়াবাড়ী মেট্রোরেল স্টেশন এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারী এক শিশুসহ একই পরিবারের দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, দাদি মাজেদা ওরফে খুকী (৪৫) ও তার ৬ মাস বয়সী নাতনি রাফিয়া আক্তার।
এছাড়া এঘটনায় মোটর সাইকেল আরোহী (চালক) মোঃ আরাফাত হোসাইন (২৩) গুরুতর আহত হয়েছেন। তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে।
নিহতরা তুরাগের ১৮নং সেক্টর ষোলহাটি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
গতকাল বুধবার দিবাগত রাত পৌঁনে ১ টার দিকে তুরাগ থানার দিয়াবাড়ী ২নং মেট্রোরেল স্টেশন সংলগ্ন পাকা রাস্তার উপর এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
আজ বৃহস্পতিবার সকালে ডিএমপির তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মওদুত হাওলাদার এসব তথ্য জানান।
আজ তুরাগ থানা পুলিশ জানান, বুূধবার দিবাগত রাত পৌঁনে ১ টার দিকে দুইজন পথচারী পাশ্ববর্তী আত্নীয়ের বাড়ী থেকে তুরাগের ষোলহাটি নিজ বাড়ীতে যাওয়ার জন্য দিয়াবাড়ী ২নং মেট্রোরেল স্টেশন সংলগ্ন পাকা রাস্তা দিয়ে পায়ে হেঁটে যাচিছল। এসময় মিরপুর থেকে ঢাকা মেট্রো-ল-৩৩-২৮৫৫ নম্বরের একটি মোটর সাইকেল তুরাগের দিয়াবাড়ী মেট্রোরেল ২নং স্টেশন অতিক্রম করার সময় ওই পথচারী দাদি মাজেদা ওরফে খুকী (৪৫) ও তার ৬ মাস বয়সি নাতনি রাফিয়া আক্তারকে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী সহ তিনজন গুরুতর আহত হয়। পরে স্হানীয় লোকজন ও পথচারীরা দাদি ও নাতনি রক্তাক্ত অবস্হায় উদ্বার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে মাজেদা ওরফে খুকী গতরাত পৌনে ২ টার দিকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এছাড়া খুকীর নাতনি রাফিয়া আক্তারকে উত্তরার হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা শোচনীয় হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঘটনার দিন মধ্যরাতে উত্তরা থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করলে গতরাত আড়াইটার দিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ওসি মো: মওদুত হাওলাদার জানান, আহত মোটর সাইকেল আরোহী মোঃ আরাফাত হোসাইন (২৩) পাবনা জেলার সাথীয়া থানার ক্ষুদ্র গোপালপুর গ্রামের সুরুজ আলী খানের পুত্র। বর্তমানে সে তুরাগের দিয়াবাড়ী এলাকার জনৈক মোঃ মনির মিয়ার বাসার ভাড়াটিয়া।
এদিকে, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তুরাগ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে মৃত দেহের সুরতহাল প্রস্তুত করে লাশ ময়না তদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এবিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান ওসি।
Dhaka, Bangladesh বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:28 PM |
Isha | 6:48 PM |