আজ বুধবার | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৮ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ২:০৩
মনির হোসেন জীবন- রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। নিহতের নাম মো. আলী হোসেন (১৭)। নিহত আলী হোসেন তেজগাঁও সরকারি বিজ্ঞান হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে বরিশাল জেলার মুলাদী থানার কৃষ্ণপুর গ্রামের আজমির হোসেনের পুত্র। বর্তমানে তেজগাঁও কুনিপাড়া এলাকায় পরিবারের সঙ্গে থাকতো বলে জানা গেছে।
আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ রোববার সকাল পৌঁনে ৭টার দিকে তেজগাঁওয়ের বিজিপ্রেস (তিব্বত) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন। এদিকে, আলী হোসেনের চাচা আমান উল্লাহ জানান, আজ সকালে স্কুলে যাওয়ার সময় তেজগাঁওয়ের তিব্বত (বিজিপ্রেস) এলাকায় রাস্তাপারাপার হতে গিয়ে একটি অজ্ঞাতনামা দ্রুতগামী একটি গাড়ি এসে ধাক্কা দেয় আলী হোসেনকে। এতে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে পাশের একটি স্থানীয় হাসপাতাল নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের পিতা আজমির হোসেন জানান, রোববার সকাল ৬ টার দিকে কোচিংয়ের উদ্দেশে বাসা থেকে বের হয় আলী হোসেন। এরপর ৮টার দিকে খবর পাই আলী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। তাকে শমরিতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে সমরিতা হাসপাতাল থেকে আলীকে ঢামেক নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। তিনি আরও জানান, এক বোন ও এক ভাইয়ের মধ্যে আলী হোসেন ছিল বড়।
তেজগাঁও গর্ভমেন্ট হাই স্কুলের দশম শ্রেণিতে পড়তে সে। তবে, কোন গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে তা জানাতে পারেননি আজমির হোসেন। এদিকে, তেজগাঁও শিল্পাঞ্চল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুদর্শন রাজবংশী জানান, সকালে তেজগাঁও বিজিপ্রেস এলাকায় চেকপোস্টের ডিউটি করছিলেন। তখন একটি শব্দ শুনতে পান। পরে এগিয়ে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ওই ছেলেটি। এক রিকশা চালকের মাধ্যমে তাকে শমরিতা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। তিনি আরও জানান, কোন গাড়ির ধাক্কায় দুর্ঘটনা ঘটেছে তা আশপাশের লোকজন কেউ বলতে পারেনি। গাড়ি শনাক্তের চেষ্টা চলছে। এবিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা গ্রহন করা হয়েছে। ওসি বাচচু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। এবিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Dhaka, Bangladesh বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:28 PM |
Isha | 6:48 PM |