- প্রচ্ছদ
-
- খুলনা
- “তোরে নেম্বার হতি হবে”
“তোরে নেম্বার হতি হবে”
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ৪:২৬ অপরাহ্ণ
সুজন মেহেদী:-সেই যেবার কপোতাক্ষ নদিতি বান আইলো
ডুইবে গিইলো মালশাকুড়োর বিল
বুড়ে গিইলো বাড়ির হাত্নের ডোয়া
কিরাম ক্ষেতি হইলো আমাগের, মনে আচ তোর?
উঠোনের মাজা পানিতি গরু ব্যান্দে থুইলাম
হাম্বা হাম্বা কইরে একটা নাঙ্গলা গরু মরে গিইলো
হাস-কুড়ো কিচ্চু বাঁচাতি পারিলাম না
সেইকালে মার হইলো প্যাটের অসুখ
খাতি না পাইরে মা আমার অচল হয়ে পড়িলো
আর মা’র বিড়েলডা কনে যে চইলে গিইলো
ভাইসে গিইলো না মরে গিইলো
কিচ্চু বুজদি পারিলাম না।
তোর কি মনে আছে
ভাদ্দোর মাসে দুইবিঘে ধানের পাতা রুইলাম
আশ্বিনে পানি অ্যাসে ইরাম করে বুড়োই দেবে কে ভাবিচিলো
ঘরের ছাচ্যোয় বেগুন, পুইশাক আর লাউ লাগাইলাম
কিচ্চু খাতি পারিলাম না।
পানি যখন নাইমে গেল
কি বিপদে যে পড়িলাম তোরে কি কবো রে বাপ
ঘরে একটা চাইলও ছিলো না যে
তোর মা তোরে দুডো ভাত রাইন্দে দেবে।
কলপাড়ে গুলা আচে দেইখে নেম্বারও রিলিফ দেলে না
গুলাত্থে ধান পাইড়ে চাইল করব কি কইরে
রাইসমিলি তহনও হাটুরমালা সুমান পানি
কিরাম কইরে করে যেন তোর মা পাড়া ঘুরে
দুই প্যালে চাইল আনিলো, সেই কথা ভুলতি পারি নে।
আইজ দ্যাখ, কত্তগুলো গরু আমার গুয়োলি
হাস-কুড়োই আবার বাড়ি ভরি গেচ
কিন্তুক ওই যে অভাবে পড়িলাম
হারামখোর নেম্বার আমারে রিলিফ দিইলো না
সেইডে ভুলতি পারি নে বাবা।
তোরে এতো কতা কচ্চি ক্যান জানিস
বড় হয়ি তোরে নেম্বার হতি হবে
ওরে গরিবরে তো সবাই রিলিফ দেয়
তুই নেম্বার হয়ি গিরিস্তোগেরে রিলিফ দিবি
কারণ, গিরিস্তোরা মরি গেলিও কিচু চাতি পারে না।
সুজন মেহেদী -(লেখক :বিশিষ্ট্য সাংবাদিক ও কলামিস্ট )
Please follow and like us:
20 20