আজ সোমবার | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৩ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৪:১৮
বিডি দিনকাল ডেস্ক:- জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-ঢাকা মহানগর উত্তর দক্ষিণখান থানাধীন ৪৭, ৪৮, ৪৯ ও ৫০ নম্বর ওয়ার্ড শাখার কর্মীসভায় পুলিশ অতর্কিতে হামলা চালিয়ে দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এস এ খোকন, সদস্য সচিব আবুল বাশার বাদশা, স্বেচ্ছাসেবক দল নেতা আলামিন, নাজমুল, হাসান, শামিম, রাজু, মাসুদ ও নোমান সহ প্রায় ১৫ জন নেতাকর্মীকে আহত এবং দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য আফজাল হোসেন, আকাশ ও সুমনকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “সারাদেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর আইন শৃঙ্খলা বাহিনীর হামলা ও গ্রেফতারের ধারাবাহিকতায় স্বেচ্ছাসেবক দল-দক্ষিণখান থানাধীন বিভিন্ন ওয়ার্ড সমূহের শান্তিপূর্ণ কর্মীসভায় বর্বরোচিত হামলা এবং নেতাকর্মীদেরকে গ্রেফতার করেছে পুলিশ। মূলত: দু:শাসনের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদী নেতৃত্বকে ধ্বংস করতেই সরকার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে গ্রেফতার করতে হিতাহিত জ্ঞানশুণ্য হয়ে পড়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি-জাতীয়তাবাদী স্বেছাসেবক দলের নেতাকর্মীদের ওপর হামলা ও তাদেরকে গ্রেফতার করা হলেও তারা কেউ বিপর্যস্ত হবে না, বরং আরো বলীয়ান হয়ে বর্তমান ভোটারবিহীন শাসকগোষ্ঠীর চলমান নিপীড়ণ-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠবে। সরকারের কোন গণভিত্তি নেই, তাই বর্তমান ভোটারবিহীন সরকার জুলুম-নির্যাতন ও সন্ত্রাসের আশ্রয়প্রার্থী। জোর করে ক্ষমতা ধরে রাখতে গিয়ে সরকার বিকারগ্রস্ত হয়ে পড়েছে বলেই পুলিশকে দিয়ে বিরোধী নেতাকর্মীদেরকে দমনের স্টিমরোলার চালিয়ে যাচ্ছে। দেশের জনগণের কাছ থেকে এবং আন্তর্জাতিকভাবেও বিচ্ছিন্ন হয়ে এই সরকার ক্রুদ্ধ হয়ে উঠেছে, আর এই ভয়ঙ্কর ক্রুদ্ধতার বিষাক্ত ছোবল গিয়ে পড়ছে বিরোধী নেতাকর্মীদের ওপর। সেজন্যই দেশে আইনের শাসনের বদলে আওয়ামী শাসনের এক বিভৎস বিকৃত রুপ তীব্র মাত্রা ধারণ করেছে। সুতরাং সারাদেশের সর্বত্র সরকারের উন্মত্ত আচরণকে প্রতিহত করতে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক শক্তিকে এগিয়ে আসার কোন বিকল্প নেই। তা না হলে জনসমাজে কারো কোন নিরাপত্তা থাকবে না।
আমরা স্বেচ্ছাসেবক দল-দক্ষিণখান থানাধীন ৪৭, ৪৮, ৪৯ ও ৫০ নম্বর ওয়ার্ড শাখার কর্মীসভায় পুলিশী হামলা এবং নেতাকর্মীদের আহত ও গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি এবং অবিলম্বে গ্রেফতারকৃতদের নি:শর্ত মুক্তির জোর দাবি করছি। আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করছি।”JSSD-STATEMENT-18 MARCH 2022
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |