আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:২৩
বিডি দিনকাল ডেস্ক : দক্ষিণখান ইউনিয়ন ও থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি প্রবীণ নেতা মরহুম আতাউর রহমান আতার জানাজা গতকাল শুক্রবার জুম্মাবাদ আশকোনা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্টিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী সদস্য সচিব জননেতা আমিনুল হক সহ , দক্ষিণখান থানা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্যদক্ষিণখান ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ও দক্ষিণখান থানা বিএনপি’র সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি কবি আতাউর রহমান বার্ধক্যজনিত কারণে গতরাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
এদিকে ঢাকা মহানগর উত্তর দক্ষিণখান ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ও দক্ষিণখান থানা বিএনপি’র সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি কবি আতাউর রহমান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, ডাকসু’র সাবেক ভিপি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক জনাব আমান উল্লাহ আমান এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব আমিনুল হক।
আজ এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, “সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শের একনিষ্ঠ অনুসারী এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে বিশ্বাসী মরহুম কবি আতাউর রহমান দক্ষিণখান থানা ও ইউনিয়ন বিএনপি-কে সুসংগঠিত ও শক্তিশালী করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পূণরুদ্ধারের আন্দোলন সংগ্রামে তিনি সাহসী ভূমিকা পালন করেছেন। আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান রাব্বুল আলামীন এর দরবারে দোয়া করি-তিনি যেন তাকে বেহেস্ত নসীব ও শোকার্ত পরিবার-পরিজনকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
নেতৃদ্বয় শোকবার্তায় কবি আতাউর রহমান এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |