আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:৪৪
যোবায়ের হোসাইন:-আগামীকাল ২৫ জুলাই দক্ষিনখান ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে কেন্দ্র করে থানা আওয়ামীলীগ নেতা – কর্মীদের মধ্যে চলছে নতুন হিসাব। কে হতে যাচ্ছে আগামী দিনের সাধারন সম্পাদক। এ নিয়ে স্থানীয় নেতা- কর্মীদের মাঝে চলছে আলোচনা, পর্যালোচনা ও ব্যাপক ঝল্পনা- কল্পনা। ব্যানার, পোষ্টার ও ফেস্টুনে একাধিক প্রার্থী আলোচনায় থাকলেও যোগ্যতা, পরিচিতি, জনসমর্থন, জনসেবা, সামাজিক পরিচিতি, সমাজ সেবা ও কর্মীদের দুর্দিনে অভিবাবকের দায়িত্ব পালনে করে ব্যাপক জনসমর্থন নিয়ে সাধারন সম্পাদক পদে দক্ষিনখানব্যাপি সাড়া জাগিয়েছেন তরুন আওয়ামীলীগ নেতা হাসান মাহমুদ মৃধা।
রবিবার সারা দিন দক্ষিনখানের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটে হাসান মাহমুদের পক্ষ হয়ে আগামীকালের সম্মেলন সফল করতে ছাত্র, যুবক ও বয়স্কদের স্বতঃস্ফুর্ত প্রস্তুতি দেখে মনে হচ্ছে আগামী দিনের সাধারন সম্পাদক হিসেবে দক্ষিনখানবাসি তাকেই গ্রহন করে নিয়েছে।
কথা হয় সুলাইমান নামে আওয়ামীলীগের এক কর্মীর সাথে, তিনি প্রতিবেদককে বলেন, হাসান মাহমুদ ভাই দীর্ঘ দিন ধরে আমাদের অভিবাবক হিসেবে দায়িত্ব পালন করছেন। আওয়ামীলীগের দুর্দিনেও তিনি আমাদের পাশে ছিলেন। কখনো এলাকা ছেড়ে পালাননি।
সাধারন সম্পাদক প্রার্থী হিসেবে কথা হয় সাইফুল নামে আওয়ামীলীগের আরেক কর্মীর সাথে তিনি প্রতিবেদককে বলেন, দক্ষিনখান আওয়ামীলীগে সাধারন সম্পাদক পদে হাসান মাহমুদ একজন মানানসই ব্যক্তি। দক্ষিনখানে তিনি যেমন পরিচিত তেমনি জনপ্রিয়। স্থানীয় নেতা কর্মীদেরও একজন ভরসার স্থল তিনি।
আওয়ামীলীগের বর্তমান কমিটির একাধিক নেতা জানান, হাসান মাহমুদ আমাদের বর্তমান কমিটির একজন জনপ্রিয় কার্যকরি সদস্য। গতকমিটিতেও তিনি সাধারন সম্পাদক পদে প্রার্থী হতে চেয়েছিলেন, কিন্তু ব্যবসায়িক ব্যস্ততার কারনে তিনি হননি। তার বিষয়ে আরেক নেতা জানান, তিনি দীর্ঘ দিন দক্ষিনখান ইউনিয়ন আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন। এছাড়াও দীর্ঘ সময় আজমপুর ইউনিট আওয়ামীলীগের সহ-সভাপতি ছিলেন। শাহাদাত নামে আওয়ামীলীগের আরোও এক কর্মী জানান, হাসান মাহমুদ দক্ষিনখানব্যাপি এক জনপ্রিয় নাম। স্থানীয় নেতা কর্মীরা তাকে সর্বদা যেমন কাছে পেয়ে থাকেন, তেমনি সাধারন মানুষও তাকে সবসময় নিজের মনে করে থাকেন।
হাসান মাহমুদ সম্পর্কে প্রতিবেদককে স্থানীয় এক ছাত্র জানান, আমাদের মুসলীম পাড়া এলাকার বাড়িওয়ালা সমিতির সভাপতি হাসান মাহমুদ। এখানে কারো কোন মাস্তানি নেই। কিশোর গ্যাং বলতে কোন সংগঠন নেই, মাদক ব্যবসায়ীকে আমাদের এলাকায় বাসা ভাড়া দেওয়া নিষিদ্ধ, তাই আামদের এলাকায় মাদক সেবনকারি নেই বল্লেই চলে। তিনি দক্ষিনখান আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্বাচিত হলে দক্ষিনখান মাদক মুক্ত হবে বলে আমি আশা করি।
দক্ষিনখান আওয়ামীলীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী জনপ্রিয় ও জনদরদি এই নেতার সাথে কথা হলে তিনি প্রতিবেদককে বলেন, আওয়ামীলীগের পরিবারে আমার জন্ম। জন্ম থেকেই দল হিসেবে আওয়ামীলীগ করে আসছি। আমার মামা বরিশালের হিজলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি দীর্ঘ দিন যাবৎ। তিনি আওয়ামীলীগ থেকে মনোনয়োনপত্র পেয়ে ২বার উপজেলা চেয়ারম্যান হয়েছেন। আমার বড় ভাই বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নে দীর্ঘ দিন ধরে সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। মেঝো ভাই অত্র ইউনিয়নের যুগ্ম সাধারন সম্পাদক। ছোট ভাই যুবলীগের থানা কার্যকরি কমিটির সদস্য। আমরা সুখে দুঃখে সবসময়ই আওয়ামীলীগ করে আসছি, সামনেও আওয়ামীলীগেই থাকবো।
তিনি আরো বলেন, ১/১১ আওয়ামীলীগের দুঃসময়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুক্তির দাবিতে প্রয়াত সফল মন্ত্রী ও এমপি এ্যাডঃ সাহারা খাতুনের সঙ্গে আন্দোলনসহ যাবতীয় মিছিল মিটিংয়ে যেমন অর্থায়ন করেছি, তেমনি নেতাকর্মীদের নিয়ে উপস্থিত থাকতাম।
আমি দক্ষিনখান আওয়ামীলীগের সাথে ১৯৯০ সাল থেকে জড়িত। বিএনপি বিরোধী আন্দোলনসহ আওয়ামীলীগের ডাকা সবধরনের প্রোগ্রাম বাস্তোবায়োন করেছি। সবসময় সংগঠনকে কর্মী বান্ধব হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছি। সব ধরনের দুর্নীতি ও সংগঠন শৃঙ্খলা বিরোধী কর্মকান্ড থেকে নিজে যেমন দূরে ছিলাম, কর্মীদেরকেও একই পথে হাটার উপদেশ দিয়েছি। তাই দক্ষিনখানে আওয়ামীলীগের রাজনীতিতে আমার বিরুদ্ধে কেউ কোন অভিযোগ করতে পারেনি। দল যদি আমাকে যোগ্য মনে করে, তাহলে আমি অবশ্যই সাধারন সম্পাদক পদ পাবো বলে আশা রাখি।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |