আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ২:০২
বিডি দিনকাল ডেস্ক : দলীয়শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার গুরুতর অভিযোগের প্রেক্ষিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আমজাদ হোসেন মোল্লার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে উত্তর বিএনপি ।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আমজাদ হোসেনের পদ স্থগিতের পাশাপাশি তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির পল্লবী জোনের টিম প্রধান মোস্তফা জামানকে প্রধান করে সংগঠনের সদস্য গোলাম কিবরিয়া মাখন, মাহাবুবুল আলম মন্টু, আজহারুল ইসলাম রয়েছেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক এ সিদ্ধান্ত অনুমোদন করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অভিযোগের বিষয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির বেশ কয়েকজন নেতা জানান, আমজাদ হোসেন মোল্লার বিরুদ্ধে নানা অভিযোগ পাওয়া গেছে। সেসব তদন্তের জন্য একটি টিম গঠন করা হয়েছে। অভিযোগ প্রমানিত হলে তার বিরুদ্ধে আরো কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে থানা বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীর সাথে এই বিষয়ে কথা হলে নাম না প্রকাশ করার শর্তে জানিয়েছেন , হাজী আমজাদ হোসেন মোল্লা মহানগর উত্তর বিএনপির সদস্য হওয়া সত্বেও দির্ঘদিন যাবৎ রুপনগর থানা বিএনপির আওয়াতাধীন বিভিন্ন ওয়ার্ড, ইউনিট পর্যায়ে নেতাকর্মীদের ভিতর ইন্দোন দিয়ে একে অপরের সাথে দন্দে জরিত করে গ্রুপিং,বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে নিজের কতৃত্ব বহাল রাখার চেষ্টা করে যাচ্ছে ।
দ্রুতগতিতে হাজী আমজাদ হোসেন মোল্লার দলের সদস্য পদ স্থগিতের খবরের নেতাকর্মীদের মাঝে সস্থি ফিরে এসেছে সেই সাথে দায়িত্বরত নেতৃবৃন্দদেরকে অভিন্দন জানিয়েছেন ।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |