আজ শুক্রবার | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৩রা রজব, ১৪৪৬ হিজরি | রাত ৩:৪৩
বিডি দিনকাল ডেস্ক : – ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান এবং সদস্য সচিব আমিনুল হকের সাংগঠনিক দক্ষতায় সরকারি এজেন্ট হিসেবে পরিচিত কিছু সুবিধাবাদী গ্রুপ আদাজল খেয়ে নতুন করে মাঠে নেমেছে ।এই গ্রুপটি সম্প্রতি সরকার সমর্থক ও কিছু দালাল মিডিয়াকে ব্যবহার করে নানা কল্প কাহিনী তৈরী করে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চালাচ্ছে ।এমন অভিযোগ করেছেন উত্তর বিএনপির সর্বস্তরের নেতা কর্মীরা । তারা বলেন ,নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই তাদের চেহারা পরিষ্কার হয়ে পড়বে । দলের মধ্যে ঘাপটি মেরে থাকা এই গ্রুপটি সব সময় সরকারের ছত্রছায়ায় থাকে যা একেবারেই পরিষ্কার । দলের উপর থেকে নীচে সকলেই জানে এরা কারা। সরকারের এজেন্ট হিসেবে পরিচিত এই গ্রুপটি এখন জন বিচ্ছিন্ন হয়ে দিক বেদিক হারিয়ে দালাল মিডিয়ার কাঁধে ভর করে চলছে । এই সব দালাল মিডিয়ার মালিক কারা তাও বিএনপি ভালো করেই জানে । উত্তর বিএনপির নেতৃবৃন্দদের নিয়ে যতই কল্প কাহিনী তৈরী করে প্রকাশ করা হউক না কেন তাতে নেতা কর্মী বিচলিত না ।
তারেক রহমানের নেতৃত্বকে বিতর্কিত করে তুলতেই সুকৌশলে আমানউল্লাহ আমান এবং আমিনুলকে টার্গেট করে একটি মিশণ নিয়ে কুচক্রী মহলটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে রাজনৈতিক অভিজ্ঞ মহল মনে করছে ।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃত্বে ডাকসুর সাবেক ভিপি ,সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান এবং এক সময়ের জাতীয় ফুটবল দলের সাবেক সফল অধিনায়ক , দলের কেন্দ্রী নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক , সাদামনের মানুষ আমিনুল হককে দায়িত্ব দিয়েছেন সেই থেকে একের পর এক সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন ।কোনো বাধাই তাদের আটকাতে পারছে না।
৭১টি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন এবং পরে একটি সফল সম্মেলন করে সত্যিকারের নেতা নির্বাচন করেছেন।আর এই সব সম্মেলন গুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকেছেন দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির নেতৃবৃন্দরা এবং দলের সিনিয়র অনেক নেতৃবৃন্দ ।এমনকি তারেক রহমান স্কাইপিতে সংযুক্ত থেকে বেশ কয়েকটি সম্মেলন দেখেছেন এবং নেতৃবৃন্দদেরকে অভিনন্দন জানিয়েছেন । এর পরেই ২৬টি থানা কমিটি ভেঙে দিয়ে আন্দোলন সংগ্রামের অগ্রগামী নেতাকর্মীদের নিয়ে থানার আহ্বায়ক কমিটি গঠন করেছেন । সকল প্রকার তদবির কিংবা কোনো আঞ্চলিকতার সামান্যতম ছোঁয়া ছিলোনা কমিটি গঠন করতে গিয়ে । আগামী অল্প সময়ের মধ্যেই সফল সম্মেলন এর মধ্যে দিয়ে থানার নেতৃত্ব তৈরি করা হবে বলে জানিয়েছেন একটি নির্ভরযোগ্য সূত্র ।
ইউনিট ,ওয়ার্ড ,থানা কমিটি গঠনের প্রক্রিয়ার মধ্যে দিয়েই সকল ধরণের আন্দোলন সংগ্রামের মাঠে আমান -আমিনুলের নেতৃত্বের প্রতি আস্থা রেখে তৃনমুলের সর্বস্তরের নেতা কর্মীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো । চিহ্নিত ঐ সব সুবিধাবাদী গ্রুপটিকে বরাবরের মতোই আন্দোলন সংগ্রামের মাঠে খুবেই কম দেখা গিয়েছে বলে তৃণমূলের নেতাকর্মীরা দৃড়তার সাথে বলেছেন । তারা বলেছেন , এরা রাজনীতিতে একটা কীট। এদের কাজেই হলো শুধু দলের ক্ষতি করা আর সরকারের চাটুকারিতা করা ।
প্রতিটি সভা সমাবেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপিতে সংযুক্ত থেকে নানা দিক নির্দেশনা দেন । এর পরে দলের মহাসচিব ও স্থায়ী কমিটির নেতৃবৃন্দরা ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের নেতাদের নিয়ে বৈঠক করে সমাবেশ সফলের লক্ষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করেন । দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর আমানত “উত্তর বিএনপিকে” সম্মান জনক এবং শক্তিশালী সংগঠন হিসেবে এখন পর্যন্ত ধরে রেখেছেন আমান-আমিনুল । উত্তর বিএনপির মধ্যে বিশৃঙ্খলা তৈরীকরে এবং ভাঙ্গন ধরাতে সরকার সমর্থক দালাল চক্র কোটি কোটি টাকার বাজেট নিয়ে মাঠে দৌড়-ঝাপ শুরু করে দিয়েছে । তারা এক ঢিলে দুই পাখি মারতে চায় ।একদিকে সরকারের অনুকুল থেকে বিএনপিকে ধ্বংস করতে পারলেই তারা আরাম আয়েসে থাকতে পারবে । তাদের এই মিশণ ইতিমধ্যে প্রকাশ হয়ে পড়ায় তারা এখন নানা কল্প কাহিনী তৈরী করে দালাল মিডিয়ার উপর ভর করেছে। তাদের গতিবিধির উপর দলের হাই কমান্ড এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন । সময় মতো এই সব সুবিধাবাদী নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত নেয়া হবে বলে দলের বিশ্বস্ত সূত্র থেকে জানা গিয়েছে ।
অন্যদিকে কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি গুলো অত্তান্ত সফল ভাবে পালন করে অতীতের সকল রেকর্ড অতিক্রম করেই সফলতা দেখে যাচ্ছে আমান -আমিনুলের নেতৃত্বে উত্তর বিএনপি। আমান -আমিনুলের নেতৃত্বের প্রতি আস্থা রেখেই আগামী যেই কোনো কর্মসূচি পালন করে যাবে এমনটা বলেছেন বিভিন্ন স্তরের নেতা কর্মীরা । কোন দালাল মিডিয়া কি লিখেছে ,কি বলছে আমরা তা গণ্য করিনা । সময় মতো এর জবাব দেয়া হবে বলে হুশিয়ার করেছেন বেশ কয়েকজন দায়িত্ববান নেতৃবৃন্দ । জননেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা আমান-আমিনুলের পাশে থেকে আগামী সকল আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেছেন নেতা কর্মীরা। সেই সাথে দলের মধ্যে গাফটি মেরে থাকা সরকারি এজেন্টদের বিরুদ্ধে সোচ্চার থেকে যাতে দাঁত ভাঙা জবাব দেয়া যায় সেই পথে আমরা চলবো বলে ঘোষণা দিয়েছে আমান-আমিনুলের নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপির সর্বস্তরের নেতা কর্মীরা।।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:21 AM |
Sunrise | 6:41 AM |
Zuhr | 12:02 PM |
Asr | 3:04 PM |
Magrib | 5:24 PM |
Isha | 6:44 PM |