আজ শুক্রবার | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৩রা রজব, ১৪৪৬ হিজরি | রাত ২:৪০
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধিঃ-জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভূতগাড়ী এলাকায় আলু বহনকারী একটি পিকআপ থেকে ২৪৫ বোতল ফেনসিডিলসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শনিবার দুপুরে জয়পুরহাট সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার শহীদ সোহরাওয়ার্দী সাংবাদিকদের এ তথ্য জানান । দীর্ঘদিন তারা আলুর ব্যবসার আড়ালে ফেন্সিডিলের ব্যবসা কওে আসছিল।
গ্রেপ্তারকৃতরা হলেন, পাঁচবিবি উপজেলার গোপালপুর সরকার পাড়ার মৃত তমিজ উদ্দিন সরকারের ছেলে শাকিল ও বগুড়ার গাবতলী উপজেলার কুপি গ্রামের আব্দুল গনি প্রামানিকের ছেলে সুজন প্রামানিক।
জয়পুরহাট সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার সোহরাওয়ার্দী জানান, গ্রেপ্তারকৃতরা পাঁচবিবির চাঁনপাড়ার দিক থেকে আলু বহনকারী একটি পিকআপে করে ফেনসিডিল পাচার করে নিয়ে যাচ্ছিল। এমন গোপন সংবাদ পেয়ে সিআইডির একটি টিম পাঁচবিবি উপজেলা ভ‚তগাড়ী তিনমাথা এলাকায় অবস্থান নেয়। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পিকআপ নিয়ে দ্রæত পালানোর চেষ্টা করে। এসময় স্থানীয় জনতার সহায়তায় পিকআপটিকে আটক করা হয়। পরে পিকআপ ভ্যানে আলুর বস্তা ও কার্টুনের মধ্যে অন্য তিনটি কাটুনে রাখা ২৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ শাকিল ও সুজনক গ্রেপ্তার করা হয়।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:21 AM |
Sunrise | 6:41 AM |
Zuhr | 12:02 PM |
Asr | 3:04 PM |
Magrib | 5:24 PM |
Isha | 6:44 PM |