আজ বুধবার | ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১লা রজব, ১৪৪৬ হিজরি | রাত ১১:১৩
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-ঝিনাইদহে দীর্ঘ দশ বছর ধরে মরা ও রোগাক্রান্ত ছাগলের মাংস বিক্রির একটি চক্রের সন্ধান পাওয়া গেছে। শনিবার বিকেলে এই চক্রের দুই সদস্যকে স্থানীয়রা ও সাংবাদিকরা আটক করে। এ সময় তাদের কাছ থেকে ইজিবাইকে রাখা জবাই করা দুইটি ছাগল দেখতে পাই এলাকাবাসি। মরা ছাগলের মাংশ ব্যবসায়ি ঝিনাইদহ শহরের ব্যাপারি পাড়ার রশিদ কসাইয়েরে ছেলে গোলাম রসুল (২৭) কসাই সাংবাদিকদের জিজ্ঞাসাবাদে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে তিনি রুগ্ন ও অসুস্থ ছাগল স্বল্পমূল্যে কিনে গোপনে মরা ও অসুস্থ্য এবং রুগ্ন ছাগল জবাই করে সেই মাংস বিক্রি করে আসছে বলে তিনি জানায়। রুগ্ন ও অসুস্থ ছাগলের কোনোটি মরে গেলেও তারা ফেলে দেই না। দীর্ঘ ১০ বছর যাবৎ মরা ছাগলের মাংশ ব্যবসায়ি আলোচিত রসুল ছাগল জবাইয়ের পর ঝিনাইদহ শহরের বিভিন্ন খাবার হোটেল ও রেস্তোরাঁয় মাংস সরবরাহ করে আসছে বলে তিনি সাংবাদিকদের কাছে স্বীকার করে বলেন আমি অন্যায় করেছি। ভবিষ্যতে আর কখোনো এরকম অন্যায় কাজ করব না। জানা গেছে, ১৬ই এপ্রিল শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার পানিউন্নয়ন বোর্ডের সামনে থেকে স্থানীয় আমজনতা ও সাংবাদিকরা মিলে একটি ইজিবাইক চক্রের দুই সদস্যকে চ্যালেঞ্জ করে। এসময় শতাধিক জনসাধারনের সামনে তাদের ইজিবাইকটি তল্লাসি করলে বেশ কয়েকটি রুগ্ন ও অসুস্থ ছাগলের মাঝখানে ২টি জবাই করা ছাগল পাওয়া যায়। এসময় রসুল কসাই ও তার ইজিবাইক ড্রাইভার এসব অপকর্ম সবার সামনে অপকটে স্বীকার করে। সেসময় স্থানীয়দের মধ্যে উস্থিতি ছিলেন রুবেল, মুকুল, শাহিন, সুজনসহ অন্যান্যরা। নাম প্রকাশে আপত্তি জানিয়ে উপস্থিত জনৈক ব্যাক্তি সাংবাদিকদের বলেন এই রসুল কসাইকে আমি দীর্ঘদিন ধরে চিনি। ইজিবাইকে রাখা এই ছাগলগুলো মৃত অবস্থায় জবাই করা। আর জীবিত ছাগলগুলোর যে অবস্থা তার মাংস খেলে স্বাস্থ্যঝুঁকি বাড়বে। রসুল কসাইরা দীর্ঘ বছর ধরে মরা ও রোগাক্রান্ত ছাগলের মাংস শহরের বিভিন্ন খাবার হোটেল ও রেস্তোরাঁয় মাংস বিক্রি বা সরবরাহ করে আসছে বলেও তিনি জানান। একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে মরা ছাগলের মাংশ ব্যবসায়ি রসুল কসাই রুগ্ন ও অসুস্থ ছাগল স্বল্পমূল্যে কিনে গোপনে জবাই করে সেই মরা ছাগলের মাংশ ব্যবসায়ি আলোচিত রসুল ঝিনাইদহ শহরের বিভিন্ন খাবার হোটেল ও রেস্তোরাঁয় মাংস বিক্রী বা সরবরাহ করে আসছে বলে জানান ঝিনাইদহ সাংবাদিক ক্লাবের সভাপতি এমএ সামাদ। স্থানীয়রা ও সাংবাদিকরা এঘটনা জানাতে ফোন করলে জেলা গোয়েন্দা ওসি আনোয়ার হোসেন ডিবিকে না জানিয়ে থানায় ফোন করার সুপরামর্শ দেন। পরে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ সোহেল রানাকে ফোন করলে তিনি মিটিংএ আছেন পরে কথা হবে বলে ফোন কেটে দেন। এদিকে পুলিশের উপস্থিতি না পেয়ে রসুল কসায়কে উপস্থিত সালিশের মাধ্যমে মাফ করে তাকে ছেড়ে দেন উপস্থিত আমজনতা।
Dhaka, Bangladesh বুধবার, ১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:20 AM |
Sunrise | 6:41 AM |
Zuhr | 12:02 PM |
Asr | 3:03 PM |
Magrib | 5:23 PM |
Isha | 6:44 PM |