আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:৩৯
ডেস্কঃ-দীর্ঘ ১০ বছর পর নিজ এলাকা নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফিরেছেন আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান বাদল। বৃহস্পতিবার বিকালে নিজ বাড়ি রূপগঞ্জের তারাবোতে ফেরেন তিনি।
তার আগমন উপলক্ষে রূপগঞ্জের সর্বস্তরের মানুষ তাকে সংবর্ধনা দেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা।
এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির ও জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিনসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দীর্ঘ দশ বছর পর ষড়যন্ত্রের জাল ছিন্ন করে নিজ এলাকায় ফিরতে পেরেছেন উল্লেখ করে লুৎফর রহমান বাদল বলেন, ‘স্বৈরশাসকের পতনের এক মাস পূর্ণ হলো। হাজার প্রাণের বিনিময়ে নতুন দিনের সূর্যোদয় দেখছি আমরা। এ দিনের জন্য, এ বিজয়ের জন্য বৈষম্যবিরোধী ছাত্র জনতাকে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বিগত দশটি বছর আমার কত কষ্টে যে জীবন কেটেছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। আমি প্রতিনিয়ত আপনাদের, আমার মা-বাবা, ভাই-বোন ও আত্মীয়-স্বজনসহ এই রূপগঞ্জকে মিস করেছি।’তিনি আরও বলেন, ‘আমি আমার বাবার জানাজায় অংশগ্রহণ করতে পারিনি, তার কবরে মাটি দিতে পারিনি। এই বেদনার শেষ নেই।’
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |