আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ২:৪০
ডেস্ক : পাবনায় বাড়ির পাশে কৃষিতে জমিতে কাজ করার সময় বজ্রপাতে এক ব্যক্তি মারা গেছেন। পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
এদিকে, গাজীপুরে শহীদ বরকত স্টেডিয়ামে বৃষ্টিতে ফুটবল খেলার সময় জেলা ক্রিকেট একাডেমির দুই ছাত্র বজ্রপাতে মারা গেছে। এছাড়াও আরো একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে।
পাবনায় বজ্রপাতে দক্ষিণ কুচিয়ামোড়া গ্রামের এনায়েত প্রামাণিকের ছেলে আশরাফুল ইসলাম আশরাফ (৪০) মারা যান।
আতাকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, আশরাফুল ইসলাম আশরাফ বাড়ি সংলগ্ন একটি মাঠে কৃষি কাজ করছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
এদিকে, গাজীপুরে শহীদ বরকত স্টেডিয়ামে বৃষ্টিতে ফুটবল খেলার সময় জেলা ক্রিকেট একাডেমির দুই ছাত্র বজ্রপাতে মারা গেছে। এছাড়াও আরো একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নগরীর রথখোলা এলাকার এ ঘটনা ঘটে। তারা হলেন: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আজমতপুর গ্রামের মো. রুহুল আমিনের ছেলে নাদিম (১৬) এবং গাজীপুর সিটি করপোরেশনের বরুদা এলাকার আব্দুল হাইয়ের ছেলে মিজান (১৬)।
নাদিম আজমতপুর হাই স্কুলের দশম শ্রেণিতে এবং মিজান বরুদা এলাকার আইডিয়াল স্কুলের নবম শ্রেণিতে লেখাপড়া করত। তারা দু’জনেই এবছর গাজীপুর জেলা ক্রিকেট একাডেমি থেকে অনূর্ধ্ব-১৬ এ খেলার কথা ছিল।
প্রত্যক্ষদর্শী খেলোয়াড় রনি আহমেদ জানান, বৃষ্টি শুরু হওয়ায় ক্রিকেট অনুশীলন বন্ধ করে ফুটবল খেলতে শুরু করে দশ-বারোজন কিশোর।
কিছুক্ষণ পরই হঠাৎ বজ্রপাতে দু’জন অচেতন হয়ে পড়ে যায়। দ্রুতই শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের মেডিকেল অফিসার মোজাহিদুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তারা মারা গেছে। এদিকে, সিটি করপোরেশনের খালিসবর্থা এলাকায় ঘুরতে গিয়ে বজ্রপাতে মইনুদ্দিন নামে একজন মারা গেছে বলে জানা গেছে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |