আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৪০
ঢাকা: তিন হাসপাতাল ঘুরেও নবজাতক জমজ সন্তানের চিকিৎসা করানো যায়নি। ফলে বিনা চিকিৎসায় জমজ শিশুর মৃত্যু হয়েছে। প্রতিকার চেয়ে হাই কোর্টে আবেদন করেছেন এক বাবা। আজ বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাই কোর্ট বেঞ্চ এ বিষয়ে আদেশ দেন।
আদালত সূত্র জানায়, হতভাগ্য ওই বাবার নাম আবুল কালাম আজাদ, তিনি সুপ্রিম কোর্টের কর্মচারি। তার সদ্যোজাত জমজ শিশুর শারীরিক জটিলতার জন্য চিকিৎসার প্রয়োজনে তিনি একে একে রাজধানীর মুগদা ইসলামিয়া হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ও ঢাকা শিশু হাসপাতালে যান। কিন্তু, কোনো হাসপাতালেই তিনি চিকিৎসা করাতে পারেননি। পরে তার দুটি সন্তানই মারা যায়।
পরে প্রতিকার চেয়ে তিনি হাই কোর্টে আবেদন করেন। এরপর আদালত আদেশ দেন। আদেশে মুগদা ইসলামিয়া হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ও ঢাকা শিশু হাসপাতালকে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালত এ বিষয়ে রুলও জারি করেছেন। ওই তিন হাসপাতালে অসুস্থ জমজ শিশুকে কেন ভর্তি করা হয়নি তা জানতে চেয়েছেন আদালত।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |