আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৫০
বিডি দিনকাল ডেস্ক :এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানের আসিফ আলীকে আউট করে উগ্র উদ্যাপন করেন আফগান পেসার ফরিদ আহমেদ। তাতে মেজাজ হারিয়ে ফেলেন আসিফ। ব্যাট উঁচিয়ে মারতে যান ফরিদকে। এমনকি ঘুষিও মারেন তার মুখে। এ ঘটনায় নিষেধাজ্ঞার মুখে আসিফ আলী। দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন তিনি। শুধু মাঠেই নয়; পাক-আফগান লড়াই হয়েছে গ্যালারিতেও। নাসিম শাহ’র ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচ হেরে পাকিস্তানি সমর্থকদের মেরেছে আফগানরা!
বুধবার আফগানিস্তানের দেয়া ১৩০ রানের লক্ষ্যে দশম ব্যাটার হিসেবে মাঠে নেমে বাজিমাত করেন নাসিম শাহ। ৪ বলে ২ ছক্কা হাঁকিয়ে নেন ১৪ রান। আফগানিস্তানের বিপক্ষে হারতে বসা ম্যাচে ১ উইকেটের জয়ে পাকিস্তান পায় ফাইনালের টিকিট।
অবিশ্বাস্য হারের পর শারজা’র গ্যালারির চেয়ার তুলে পাকিস্তানি দর্শকদের দিকে ছুঁড়ে মারতে দেখা যায় আফগানদের। এমন ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় বইছে।
ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, ম্যাচ জেতার পর পাকিস্তানি সমর্থকরাই ঝামেলার শুরু করে। আফগান সমর্থকদের ওপর চড়াও হয় তারা। এরপর ক্ষুব্ধ হয়ে পাকিস্তানি সমর্থকদের দিকে চেয়ার ছুঁড়তে শুরু করে আফগানরা।
আফগান সমর্থকদের চেয়ার ছোঁড়ার ভিডিও টুইটারে শেয়ার করে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার লিখেছেন, ‘আফগানিস্তানের দর্শকরা এমনটাই করে। তারা এর আগেও মাঠে এমন কাজ করেছে। এটা একটা খেলা মাত্র। এটাকে সঠিক স্পিরিটে নেয়া এবং খেলা উচিত।’
শোয়েব নিজের লেখায় আফগানিস্তান ক্রিকেটের সাবেক প্রধান নির্বাহী শফিক স্তানিকজাইকে মেনশন করে দর্শকদের আচরণ শেখানোর পরামর্শ দিয়েছেন, ‘যদি আপনারা ক্রিকেটে আরো উন্নতি করতে চান তবে আপনাদের দর্শক এবং খেলোয়াড় দুই পক্ষেরই কিছু জিনিস শেখা প্রয়োজন।’
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |