আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ২:০৩
ঢাকা : দুর্নীতির মামলায় অভিযুক্ত কারা উপ-মহাপরিদর্শক বজলুর রশিদকে জনস্বার্থে দায়িত্বে ফিরিয়ে আনতে চায় কারা অধিদপ্তর। ১২ জানুয়ারি কারা মহাপরিদর্শক মো. মোমিনুর রহমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেয়া এক চিঠিতে তার বদলি বা পদায়নের প্রস্তাব করেন। এমন প্রস্তাবে বিস্ময় জানিয়ে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তবে কারা অধিদপ্তরের দাবি, বজলুর রশিদকে চাকরিতে ফেরাতে নয়, তার পদে নতুন কাউকে আনতেই বদলির সুপারিশ।
কুরিয়ারের মাধ্যমে কোটি কোটি টাকা ঘুষ লেনদেনের অভিযোগে গত ২০ অক্টোবর দুদকে তলব করা হয়, কারা সদর অধিদপ্তরের ডিআইজি বজলুর রশিদকে। জিজ্ঞাসাবাদ চলাকালেই প্রায় সোয়া ৩ কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে মামলা করে বজলুর রশিদকে গ্রেপ্তার দেখায় দুদক। পরে তাকে কারগারে পাঠানো হয়।
কিন্তু ১২ দিনের মাথায়ই বিচারিক আদালত তাকে জামিনে মুক্তি দেয়। তবে, মামলায় চলায় তাকে সাময়িক বরখাস্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এ মামলায় অভিযোগ গঠন হয়ে বিচারকাজ শুরু হয়েছে। তবে, কারা অধিদপ্তর হঠাৎ করেই বজলুর রশিদকে বরিশাল বিভাগীয় কারা উপমহাপরিদর্শকের দপ্তরে বদলি বা পদায়ন এবং একই সঙ্গে কারা অধিদপ্তর ঢাকায় সংযুক্ত করার প্রস্তাব করে। এ সুপারিশে অবাক খোদ স্বরাষ্ট্রমন্ত্রী।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলছেন, দুর্নীতির মামলার অভিযুক্ত হওয়ার পাশাপাশি তথ্য গোপন করে জামিন নিয়ে আরেকটি অপরাধ করেছেন তিনি। এর মধ্যে তাকে চাকরিতে ফেরানো প্রস্তাব পুরোপুরি আইনবিরোধী।
অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন বলছে, অভিযুক্ত কর্মকর্তার ওপর কোনো দরদ দেখানো হয়নি। কারা সদর দপ্তরে ডিআইজির মতো গুরুত্বপূর্ণ পদে কেউ সাময়িক বরখাস্ত থাকলে স্বাভাবিক কার্যক্রম ব্যহত হয়। সেজন্যই এ সুপারিশ।
এ বিষয়ে সাবেক সচিব আবু আলম মো. শহীদ খান বলছেন, মামলার আসামি সাময়িক বরখাস্ত হওয়া সরকারি কর্মকর্তাকে বদলির সুপারিশ গ্রহণযোগ্য নয়।
বজলুর রশিদ ২০১৬ সালের ২৭ অক্টোবর কারা উপমহাপরিদর্শক পদে যোগদান করেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |