আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:৫৯
নোবেল দাশ,:- দু’হাতে কর্মের মধ্যে দিয়ে পরিবারের সচ্ছলতা আনতে ও স্বজনদের মুখে হাসি ফোটাতে পাড়ি জমিয়েছিলেন মরুর দেশ সৌাদ আরবে। কিন্তু বিদেশ বিভূঁইয়ে স্বপ্ন পূরনের আগেই কাজ করতে গিয়ে নিজেরই এক হাত হারিয়ে দেশে ফিরতে বাধ্যহন, বলছি এক হতভাগ্য গ্রবাসী নুরুল আবছারের কথা। নুরুল আবছারের বাড়ি চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার অধীন বরুমচড়ার ৮ নং ওয়ার্ডে। ৫ ভাই ৪ বোনের মধ্যে নুরুল আবছার সবার বড় আর বড় হওয়ার কারণে তাই সংসারের দায়িত্ব শুরু থেকেই তার কাঁধে চড়ে যায়। পরিবারের অর্থনৈতিক অসচ্ছলতার কারণে পঞ্চম শ্রেণির বেশি পড়ালেখা করতে পারেননি নুরুল। এরপর থেকেই যুক্ত হয়ে যান টাকা ইনকামের বিভিন্ন কাজে। করেছেন মুদির দোকানে চাকরি আবার কখনো বা সাহায্য করতেন বাবার রিকশা- ভ্যানগাড়ি ঠিক করার কাজে, কখনো বা একটু-আধটু কৃষিকাজ ও। এভাবেই বাবার সাথে সংসারের হাল ধরেন নুরুল আবছার, এমন কষ্টের আয় করে বিয়েও দেন দুই বোনকে। স্বল্প আয়ে এত বড় সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন। কোনো উপায়ান্তর না দেখে বিদেশে যাওয়ার মনস্থির করেন। ২০২০ সালের ৬ই ফেব্রæয়ারী পাড়ি জমান সৌদি আরবে। কোম্পানীর আবাসন সুবিধাসহ মাসিক বেতন ২৫ হাজার টাকার পাথর ভাঙার কারখানায় শ্রমিকের কাজ। সেখানেই কাজ করতে করতে কেটে যায় ৫টি মাস এবং ধেয়ে আসে তার জীবনের সবচেয়ে কঠিনতম অধ্যায়। দিনটি ছিলো একই বছরের ৮ই আগস্ট, পাথর ভাঙার মেশিনে সমস্যা দেখলে সেটি চেক করতে যায় নুরুল এবং মেশিনের বেল্টে তার হাত আটকে হাত কাটা পড়ে যায় ঘটনাস্থলে। কিছু বোঝার আগেই নুরুল দেখেন তার হাত নেই। মুহুর্তের মধ্যেই তার সমস্থ আশা-আকাঙক্ষা-স্বপ্ন সমুদ্র পাড়ের বালি ঘরের মতো ভেঙ্গে নিশ্চিহ্ন হয়ে যায়। দীর্ঘ ৩ মাস সৌদি আরবের আল কাছিমের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক সুস্থ হওয়ার পর বুকেচাঁপা স্বপ্ন নিয়ে ২০২০ সালের ১১ই নভেম্বরে দেশে ফিরেন নুরুল আবছার। এরআগে ২০১৩ সালে একটি সুপারশপে কাজের উদ্দেশ্যে পাড়িজমিয়েছিলেন ওমানে। সেখানে পাঁচ বছর কাজও করেন নুরুল আবছার। এরপর তিনি আবার যায় সৌদি আরব। নুরুল আবছা বলেন তার এই পঙ্গুত্ব জীবনে পাশে থাকবে দেশ, পাশে দাঁড়াবে প্রবাসী কল্যাণ ও বৈমেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় এটাই তার আশা।
লিখেছেন: নোবেল দাশ, অভিবাসন কর্মী
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |