আজ সোমবার | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৩ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৩:৫৯
ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসসহ বাংলাদেশে থাকা যুক্তরাষ্ট্র দূতাবাসে সর্বস্তরের কর্মীদের নিরাপত্তা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের তাগিদ দিয়েছে ওয়াশিংটন। মার্কিন উপ-পররাষ্ট্র মন্ত্রী ওয়েন্ডি শারম্যান বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে ফোনালাপে এ তাগিদ দেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে সন্ধ্যায় জানান, মার্কিন উপ-পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন।
বাংলাদেশ ইতিমধ্যে যুক্তরাষ্ট্রসহ সব দেশের কূটনীতিক ও দূতাবাস কর্মীদের পূর্ণ নিরাপত্তা দেয়ার আশ্বাস দিয়েছে। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গত ১৪ ডিসেম্বর ঢাকার শাহীনবাগে একটি বাড়িতে গুমের শিকার স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’ সদস্যদের সঙ্গে দেখা করতে যান। সে সময় ‘মায়ের কান্না’ নামের একটি সংগঠনের সদস্যরা রাষ্ট্রদূতের অবস্থান করা বাড়ির প্রবেশদ্বারে তাকে ঘিরে ধরে একটি স্মারকলিপি দেয়ার চেষ্টা করেন। তাদের এই অনাহুত কর্মসূচীর কারণে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পূর্ব-নির্ধারিত মায়ের ডাকের অনুষ্ঠান শেষ না করেই রাষ্ট্রদূত শাহীনবাগ ত্যাগ করেন। কিন্তু বেরিয়ে যাওয়ার মুহূর্তেও তাকে ঘিরে ধরে অবস্থানকারীরা। তার গাড়ির গতিও রোধ করেন তারা। বিব্রতকর পরিস্থিতি থেকে নিরাপদে বেরিয়ে রাষ্ট্রদূত হাস সোজা পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে জরুরি সাক্ষাৎ করতে সেগুনবাগিচায় যান। সেখানে তিনি তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান।
পরদিন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানকে ডেকে রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে ঢাকায় অনাকাঙ্ক্ষিত আচরণে উষ্মা প্রকাশ এবং তাঁর নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ জানান।
উল্লেখ্য, গত অক্টোবরে সর্বশেষ ওয়াশিংটন সফরকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক হয় ডেপুটি সেক্রেটারি ওয়েন্ডি শারম্যানের। সেই আলোচনায় ওয়েন্ডি বাংলাদেশের রাজনীতি ও নির্বাচন প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইসের ভাষ্যমতে, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের গুরুত্ব পুনর্ব্যক্ত করেছিলেন ওয়েন্ডি। সেই সঙ্গে রাশিয়ার অবৈধ আগ্রাসনের মুখে ইউক্রেনের জনগণের প্রতি প্রতিশ্রুতির কথাও তুলে ধরেছিলেন বাইডেন প্রশাসনের প্রভাবশালী ওই কর্মকর্তা।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |