আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৮:১৪
এম, এ কাশেম, চট্টগ্রাম : মহানগর বিএনপি’র আহবায়ক ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তাই তারা জনগণের ভাষা বুঝে না। জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় জনগণের প্রতি তাদের কোন দায়বদ্ধতা নেই। তারা জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র হত্যা করছে। এই সরকারের লাগামহীন দুর্নীতির করণে দেশ আজ দেউলিয়ার পথে। অবৈধ সরকার দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। সবকিছু দলীয়করণ করেছে। যার জন্য আজ দেশের জনগণ তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাই সংকট থেকে দেশকে বাঁচাতে হলে চলমান সকল আন্দোলন কর্মসূচি সফল করে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে হবে। তবেই দেশ সংকটমুক্ত হবে, দেশের গণতন্ত্রমুক্ত হবে। আগামী ৪ ফেব্রুয়ারী দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস এবং সরকারের দমন–নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে,বিরোধী দলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে এবং ১০ দফা এবং বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবিতে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে সদরঘাট থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে লিফলেট বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সদরঘাট থানা বিএনপি ও অঙ্গসংগঠনের লিফলেট বিতরণ সদরঘাট থানা বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ সালাহ উদ্দিনের সভাপতিত্বে কাওছার হোসেন বাবুর পরিচালনায় প্রধান অথিতি ছিলেন মহানগর বিএনপি’র আহŸায়ক ডা. শাহাদাত হোসেন। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপি’র সদস্য সচিব আবুল হাসেম বক্কর, আহŸায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন জিয়া, মোহাম্মদ আলী, জমির আহমদ, ওমর ফারুক, রুবেল, জাহিদুল ইসলাম, জাহিদ রহিম, ২৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান, মাহবুব, মোঃ সিদ্দিক প্রমুখ।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |