আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:৫০
বিডি দিনকাল ডেস্ক : দেশকে বিকলাঙ্গ রাষ্ট্রে পরিণত করেছিলেন শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।গতকাল বৃহস্পতিবার রাজধানীর সাদেক হোসেন খোকা মাঠ নারিন্দায় আমরা বিএনপি পরিবারের উদ্যোগে ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে চক্ষু ক্ষতিগ্রস্তদের এবং নিম্নবিত্ত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু সেবা এবং ডাক্তারদের সমন্বয়ে ঔষধ বিতরণ ও চক্ষু সেবা ক্যাম্পের উদ্বোধনকালে রুহুল কবির রিজভী এ মন্তব্য করেন।
আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক , বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য ও বিশিষ্ট্য সাংবাদিক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে বৃহস্পতিবার রাজধানীর সাদেক হোসেন খোকা মাঠ নারিন্দায় এই অনুষ্ঠান সকাল ১০ তা থেকে দুপুর ৩টা পর্যন্ত চলে ।
রুহুল কবির রিজভী বলেন, সারাদেশকে একটা বিকলাঙ্গ দেশে পরিণত করেছিলেন শেখ হাসিনা। সারাদেশেই শুধু রক্ত ঝরেছে। সারাদেশে বিএনপি নেতাকর্মীরা পঙ্গুত্ব বরণ করেছে, অনেকে হাসপাতালে যেতেও ভয় পেত। কারণ হাসপাতালে এসেও আক্রমণ করেছে শেখ হাসিনার ক্যাডাররা।
তিনি বলেন, শেখ হাসিনা এমন বন্য আইন শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন তার শাসনকালে, একজন মানুষ আরেকজন মানুষকে দেখলে ভয় পেত, একজন বন্ধু আরেকজন বন্ধুকে দেখলে ভয় পেতে। যুবলীগ ও ছাত্রলীগ ছিল মূর্তিমান আতঙ্ক। তারা যেদিক দিয়ে হেটে যেত মানুষ সেদিক দিয়ে হেটে যেতে ভয় পেত। মানুষ ফিসফিস করে কথা বলতো, নীরবে কথা বলতো। তারা ভাবতো আমাদের কথা যদি ছাত্রলীগ ও যুবলীগ জেনে যায় তাহলে আমাদের বাড়ি ঘরে আক্রমণ করবে, অথবা পুলিশ ও র্যাব এসে তাকে তুলে নিয়ে গিয়ে চিরদিনের জন্য নিরুদ্দেশ করে দিবে।
‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক , বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য , বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমান রুমন এর সভাপতিত্বে এসময় বিএনপির কোষাদক্ষ ও সংগঠনটির উপদেষ্টা রশিদুজ্জামান মিল্লাত , উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু , বিএনপি নেতা ইশরাক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
এই সময় সেখানে উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মুস্তাকিম বিল্লাহ সহ অত্র এলাকা বিএনপির নেতাকর্মীরা প্রমুখ ।
অন্যদিকে এই চক্ষু চিকিৎসায় প্রায় ১হাজারের উপরে মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন । একেই সাথে সংগঠনের পক্ষ থেকে চশমা ও ঔষধ সামগ্রী প্রদান করেন ।
অন্যদিকে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আগামীকাল শনিবার (নভেম্বর ১৬ , ২০২৪) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান-এর নির্দেশনায় ছাত্র-জনতার গণআন্দোলনে বরিশাল,পিরোজপুর ,বরগুনা ,ঝালকাঠি , ভোলা ও পটুয়াখালীর শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করবে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।
শহীদ পরিবারের সাক্ষাৎ পর্বের এই অনুষ্ঠানে সবাপতিত্ব করবেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক , বিএনপি মিডি সেলের অন্যতম সদস্য , বিশিষ্ট্য সাংবাদিক আতিকুর রহমান রুমন ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা আ্যড. রুহুল কবির রিজভী আহম্মেদ ।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |