- প্রচ্ছদ
-
- প্রধান খবর
- দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ৬ মহানগরে বিএনপি’র সমাবেশ কর্মসূচি ঘোষণা
দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ৬ মহানগরে বিএনপি’র সমাবেশ কর্মসূচি ঘোষণা
প্রকাশ: ৫ ফেব্রুয়ারি, ২০২১ ৯:২৮ পূর্বাহ্ণ
বিডি দিনকাল ডেস্ক :- ভোট ডাকাতির প্রতিবাদে ও দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচনের দাবিতে গত সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের নেতৃত্বে দেশের ৬টি মহানগরে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
>> আগামী ১৩ ফেব্রয়ারি চট্টগ্রামে
>> বরিশাল ১৮ ফেব্রয়ারি
>> খুলনায় ২৭ ফেব্রয়ারি
>> রাজশাহীতে ১ মার্চ
>> ঢাকা মহানগর দক্ষিণ ৩ মার্চ
>> ঢাকা মহানগর উত্তর ৪ মার্চ
সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বরিশাল সিটি করপোরেমনের সাবেক মেয়র অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার, চট্টগ্রাম সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন, ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আওয়াল এবং দক্ষিণের মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।
পারিবারিক কারণে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।
Please follow and like us:
20 20