আজ শনিবার | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৮:০১
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধিঃ-বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে সহ্য করতে না পেরে বিএনপি-জামায়াত ও রাজাকারদের দোষররা আজও দেশ বিদেশী ষড়যন্ত্র করে যাচ্ছে। ইতিহাস বিকৃত করে তারা বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করছে। দেশের মানুষ ভালভাবে খেয়ে-পড়ে বাঁচতে পারে এটাও চায়না বেগম খালেদা জিয়া ও তারেক রহমানরা। তাই আমাদের ঐক্যবদ্ধভাবে এদের ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে।
মঙ্গলবার বিকেলে জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে স্থানীয় শহীদ ডাঃ আবুল কাশেম ময়দায়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। অনুষ্ঠানে প্রধানবক্তা হিসেবে বক্তৃতা করেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইএম মাসুদ রেজা।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক শাহ জালাল মুকুল, তানভীর শাকিল জয়, জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য ফয়সাল আহমেদ। সেক্রেটারী খোরসেদ আলম সৈকত।
Dhaka, Bangladesh শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:19 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:01 PM |
Magrib | 5:21 PM |
Isha | 6:41 PM |