আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৩৭
ঢাকা: বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, ছাত্রজনতার স্বতঃস্ফূর্ত গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও বিদেশে বসে দেশের বিরুদ্ধে যড়যন্ত্র করে নৈরাজ্য সৃষ্টি করছে। দেশের বিরুদ্ধে যড়যন্ত্র করে কোনো লাভ হবে না।
বাংলাদেশের জনগণ বোঝে যড়যন্ত্রের হোতা কে? অবিলম্বে স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রিপোর্টাস ইউনিটিতে জিয়া শিশু কিশোর মেলার আলোচনা সভায় ২৯ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাম বলেন, গত ১৭ বছরের স্বৈরাচার আওয়ামী সরকার যেভাবে এদেশের মানুষের ওপর জুলুম-নির্যাতন-নিপীড়ন-অত্যাচার ও হত্যা-গুম-খুন চালিয়েছে, তার অবসান ঘটেছে ছাত্র জনতার গণআন্দোলনের মাধ্যমে। এদেশের মাটিতে আর কোনো এরকম স্বৈরাচারের স্থান নাই।আমরা আর কোনো স্বৈরাচার দেখতে চাই না।
আলোচনা সভায় বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহবায়ক আব্দুস সালাম বলেন, মিয়ানমারের সেনাবাহিনী বাংলাদেশে অনুপ্রবেশ করলেও আওয়ামী লীগ সরকার নিশ্চুপ ছিলো, অথচ ছাত্র জনতার আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি করে অনেক শিশুকে হত্যা করেছে। এতদিনে যত গুম খুন হয়েছে এর সাথে জড়িতদের বিচারের মুখোমুখি করতে হবে। শেখ হাসিনার নামে যে ক্যান্টনমেন্ট করা হয়েছে তা অবিলম্বে বাতিল করতে হবে।
তিনি বলেন,আওয়ামী লীগ প্রতিবেশী দেশের কাছে বাংলাদেশকে গোলাম বানিয়েছে। পুলিশকে পৃথিবীর নিকৃষ্ট বাহিনীতে পরিণত করেছে। পুলিশের মৃত্যুর জন্য শেখ হাসিনা দায়ী।
ভারতের উদ্দেশে সালাম বলেন, প্রভু হবেন না, বাংলাদেশের বন্ধু হতে ভারতের আহ্বান জানাই । বিএনপি ক্ষমতায় গেলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করবে। গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার হবে, ভারতের কাছে আহ্বান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে হবে।
বিএনপি এই নেতা বলেন, আওয়ামী লীগের কোনো কলঙ্ক যেনো অন্তর্বর্তীকালীন সরকারের গায়ে না লাগে। অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করবো, বিএনপি চায় এই বিপ্লবের সফল পরিণতি। বিএনপি আওয়ামী লীগের পথ হাঁটতে চায় না, ক্ষমতায় গেলে কোনো দুর্নীতি চাঁদাবাজি চলবে না।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |