আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৫৩
বিডি দিনকাল ডেস্ক :- দেশে লাফিয়ে করোনার সংক্রমণ ও মৃত্যু দুটোই বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৬৮ শতাংশে পৌঁছেছে। যা আগের দিন ছিল ৮ দশমিক ৯৭ শতাংশ। নতুন শনাক্তের ৮১ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ১১১ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ২৯১৬ জন। আগের দিন এই সংখ্যা ছিল ২৪৫৮ জন।
সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৬ লাখ ১ হাজার ৩০৫ জন। গত ২৪ ঘণ্টায় ২৬৬ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৫১ হাজার ৬৫৩ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৫২টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৭০৫ টি নমুনা সংগ্রহ এবং ২৪ হাজার ৯৬৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ১৭ লাখ ৫০ হাজার ৩০১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৬৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৯০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২ জন পুরুষ এবং ২ জন নারী। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৯৭৭ জন এবং নারী ১০ হাজার ১৩৪ জন।
মারা যাওয়া ৪ জনের মধ্যে ঢাকায় ৩ জন, চট্টগ্রাম বিভাগে ১ জন, রয়েছেন। মারা যাওয়া ৪ জনের মধ্যে ৩ জন সরকারি হাসপতালে এবং বেসরকারি হাসপাতালে ১ জন মারা গেছেন।
নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ২৩৭৬ জন। যা একদিনে মোট শনাক্তের ৮১ দশমিক ৪৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ২৪৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ২৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৬৬ জন, রাজশাহী বিভাগে ৫৬ জন, রংপুর বিভাগে ১২ জন, খুলনা বিভাগে ৬০ জন, বরিশাল বিভাগে ১১ জন এবং সিলেট বিভাগে ৫১ জন শনাক্ত হয়েছেন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |