- প্রচ্ছদ
-
- ঢাকা
- দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে এই সরকারের পতন করেই ঘরে ফিরবো:কর্মী সম্মেলন মীর সপু
দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে এই সরকারের পতন করেই ঘরে ফিরবো:কর্মী সম্মেলন মীর সপু
প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২১ ৬:১৮ অপরাহ্ণ
শ্রীনগর প্রতিনিধি :- জাতীয়তাবাদী ছাত্রদল রাঢ়িখাল ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন আজ ১৭ই ডিসেম্বর দামলা মীর বাড়িতে অনুষ্ঠিত হয়।
শ্রীনগর উপজেলা ছাত্রদলের আহবায়ক আরমান হোসেন লিমন এর সভাপতিত্বে, সদস্য সচিব জহিরুল ইসলাম বাদসাস সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের সাবেক ভিপি,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, মুন্সিগঞ্জ:১ (শ্রীনগর সিরাজদিখান)আসনের মাটি ও মানুষের নেতা জনাব মীর সরফত আলী সপু।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মীর সপু বলেছেন , দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী আমাদের কাজ করতে হবে । তৃনমুলের কর্মীরাই নেতা নির্বাচন করবে ।তারেই ধারাবাহিকতায় আজ এই ইউনিয়ন সম্মেলন । তিনি সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেছেন ,আগামীতে ইনশাআল্লাহ বিএনপিই সরকার গঠন করবে ।এখন থেকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ।আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার জন্য ধারাবাহিক আন্দোলন শুরু হয়েছে ।এই আন্দোলন পর্যায়ক্রমে এক ধফার আন্দোলনের দিকে ধাবিত হচ্ছে ।সকলকে প্রস্তুত থাকতে হবে ।এবার আমাদের আন্দোলনের সফলতা নিয়েই ঘরে ফিরবো তার আগে নয় ।রাজ্ পথে আছি রাজ্ পথে থাকবো ,দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে এই সরকারের পতন করেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপি’র সভাপতি শহিদুল ইসলাম, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম কানন, শ্রীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাখয়াত হোসেন মুকুল , স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আওলাদ হোসেন উজ্জল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর জাহিদুল কবির,স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য কাজি সাচ্চু, রাঢ়ীখাল ইউনিয়নের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন তারা,ভিরতারা ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসরফিল হোসেন, পাঠাবোখ ইউনিয়নের সাধারণ সম্পাদক ইদ্রিস শেখ, মুন্সিগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সভাপতি আনোয়ার হোসেন, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আজাদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি রাজিব,স্বেচ্ছাসেবক দলের১নং যুগ্মসাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান রিপন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মামুনুর রশিদ মামুন, মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি রিমন,বালাসুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মুন্সিগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাহমুদ হাসান ফাহাদ, মুন্সিগঞ্জ জেলা যুবদলের সদস্য সেলিম, জেলা যুবদলের সদস্য মোতাহার হোসেন, শ্রীনগর উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক আরিফ চৌধুর, যুগ্ন আহবায়ক ফরিদ রানা, শ্রীনগর সরকারি কলেজের ছাত্রদলের সদস্য সচিব, ইমন হাসান, আলম বেপারী, মেহেদী হাসান,এনায়েত হোসেন, সাজ্জাদ, নাদিম, নাঈম সহ শ্রীনগর ও রাঢ়িখাল ইউনিয়ন ছাত্রদল নেতৃবৃন্দ।
Please follow and like us:
20 20