- প্রচ্ছদ
-
- ঢাকা
- দেশ-বিদেশের সকলকে ঈদ শুভেচ্ছা জানালেন ইতালী বিএনপির নেতা মিঠু সরদার
দেশ-বিদেশের সকলকে ঈদ শুভেচ্ছা জানালেন ইতালী বিএনপির নেতা মিঠু সরদার
প্রকাশ: ২ মে, ২০২২ ৪:৩১ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টারঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ-বিদেশের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন, শরীয়তপুরের ডামুড্যার কৃতি সন্তান, ইতালী বিএনপির সহ-প্রচার সম্পাদক মিঠু সরদার।
তিনি বলেন, সবাইকে ঈদ মোবারক। আমি বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। যা মুসলমানদের নিবিড় ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। দেশের বিদ্যমান ক্রান্তিলগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের ভাগ করে নিতে হবে। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসা পূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।
এই ঈদুল ফিতরের আনন্দ ও খুশি ছড়িয়ে পড়ুক বাংলাদেশ সহ বিশ্বের সব মুসলমান ও সকল শ্রেণী-পেশার মানুষের মাঝে।
আর পরিশেষে তিনি সকলের সুস্থতা কামনা করেন।
Please follow and like us:
20 20