আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:১৮
বিডি দিনকাল ডেস্ক:কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আরফানুল হক রিফাতের নাম মাদক কারবারির পৃষ্ঠপোষকের তালিকায় থাকা নিয়ে তোলপাড় চলছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন নৌকার ওই প্রার্থী। ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের কাগজের প্রকাশক ও সম্পাদকসহ ৫ জনের নামে সম্মানহানির অভিযোগে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে মানি স্যুট মামলা করেছেন তিনি। আরফানুল হক রিফাত বাদী হয়ে মঙ্গলবার দুপুরে কুমিল্লার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক আবদুল হান্নান অভিযোগটি আমলে নিয়ে বিবাদীদের প্রতি সমন জারি করেন।
কুমিল্লার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মো. আবদুল হান্নান মামলাটি গ্রহণ করে এস আরের জন্য আগামী ৩ জুলাই সময় নির্ধারণ করেন। মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাড. মাসুদুর রহমান শিকদার এ কথা নিশ্চিত করেছেন।
মামলার সূত্রে জানা যায়, গত ১৫ মে রবিবার দৈনিক ভোরের কাগজের প্রথম পাতায় আরফানুল হক রিফাতের ছবি দিয়ে ‘কুমিল্লার শীর্ষ মাদক কারবারি রিফাত এখন নৌকার কান্ডারি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। সংবাদ প্রকাশের পর থেকে কুমিল্লার পাড়া মহল্লা থেকে শুরু করে সব জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দু ছিল দৈনিক ভোরের কাগজের ওই সংবাদ।
আরফানুল হক রিফাতের বরাত দিয়ে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন জানান, আমরা দৈনিক ভোরের কাগজে প্রতিবাদলিপি পাঠিয়েছি তা যথাস্থানে না ছাপার কারণে আমরা আজ দৈনিক ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী, সম্পাদক শ্যামল দত্ত, বার্তা সম্পাদক ইকতিয়ার উদ্দিন, সিনিয়র রিপোর্টার মুহাম্মদ রুহুল আমিন ও দৈনিক ভোরের কাগজের কুমিল্লার স্টাফ রিপোর্টার এম ফিরোজ মিয়াসহ ৫ জনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে ১০ কোটি টাকার মানহানির মামলা করেছি।
মামলা প্রসঙ্গে কুসিক নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন আমাকে মেয়র পদের জন্য মনোনীত করলেন, তখন জানা গেল ২০১৮ সালের নাকি গোয়েন্দা সংস্থার এক রিপোর্টে কুমিল্লার শীর্ষ মাদক কারবারির মধ্যে আমার নাম আছে। আমার নাম থাকলে ওই পত্রিকা আগে কেন রিপোর্ট প্রকাশ করেনি, নমিনেশন পাওয়ার পর কেন রিপোর্ট প্রকাশ করলো। এটি আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |