- প্রচ্ছদ
-
- ঢাকা
- দোকানপাটে হামলা, যুবলীগ নেতাসহ আহত ৩
দোকানপাটে হামলা, যুবলীগ নেতাসহ আহত ৩
প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২২ ৬:৪৪ অপরাহ্ণ
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ঃ ঢাকার সাভারে আশুলিয়ায় পূর্ব শত্রুতার জেরে এক যুবলীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এসময় এক যুবলীগ নেতাসহ তিনজনকে পিটিয়ে আহত করা হয়েছে।
রোববার রাত ১০ টার দিকে আশুলিয়ার গাজিরচট চারালপাড়া এলাকার সোহাগ মুন্সীর ইলেকট্রনিক্স দোকানে ভাঙচুর, লুটপাট ও মারধরের ঘটনা ঘটে।
আহতরা হলেন, আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল তফাদার, প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী সোহাগ মুন্সির বাবা হরমুজ মুন্সী ও চা দোকানী হারুণ মুন্সী।
আহত চায়ের দোকানী হারুণ মুন্সী বলেন, রাতে চারালপাড়া আমাদের এখানে আশেপাশের সব দোকানে লোকজন খেলা দেখছিলো। হঠাৎ করে দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসীরা সোহাগের শোরুম ও আমার দোকানসহ ৪-৫টি দোকানে ভাঙচুর চালায়।
এসময় আলী, কাদের, রাব্বিসহ ২০-২৫জন। এসময় আমাকে ও শোরুমে থাকা দুইজনকে মারধর করে লুটপাট করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা তাদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করলে একজনকে উন্নত চিকিৎসার ঢাকায় রেফার্ড করা হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, রাতে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মারধরে আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মূলত ইলেকট্রনিক্স শোরুমের মালিক সোহাগ মুন্সীর বিরুদ্ধে মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ করেছিলো আলী নামে এক ব্যক্তি। এর জের থেকেই দোকানপাটে হামলা ও মারধরের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে এখন আহতদের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Please follow and like us:
20 20