আজ সোমবার | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৩ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৪:০২
বিডি দিনকাল ডেস্ক :- করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে রোববার থেকে খুলেছে দোকানপাট-শপিংমল। খোলা থাকবে রাত ৯টা পর্যন্ত। বাংলাদেশ দোকান মালিক সমিতির আবেদন ও রোজাদারদের কথা চিন্তা করে শপিংমল, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখার সময় সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
এর আগে সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খুলে দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার। সরকারের এমন ঘোষণার পর মার্কেট খোলার ১ম দিনই সে সময়সীমা বাড়ানো হয়েছে।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন গণমাধ্যমকে জানান, মার্কেট খোলার সময়সীমা বৃদ্ধির বিষয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে কথা হয়েছে। আমরা তার কাছে রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি জানিয়েছি। তিনি আমাদেরকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট, শপিংমল, মার্কেট খোলা রাখার অনুমতি দিয়েছেন।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |