আজ বুধবার | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৫ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৪:২৫
ডেস্কঃ- “ঢাকার দোহার উপজেলায় বৌবাজার এলাকায় নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার তিন ঘন্টা পর রনি(১২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বুধবার দুপুরে গোসল করতে গিয়ে রনি নিখোঁজ হয়। রনি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার মৃত সিরাজ খানের ছেলে। পাঁচদিন আগে দোহারের বৌবাজার এলাকায় চাচার বাড়িতে বেড়াতে আসে সে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে উপজেলার বৌবাজার টানা ব্রিজের ঘাটে নদীর পানিতে স্থানীয় বন্ধুদের সাথে রনি গোসল করতে যায়। এ সময় বন্ধুদের সাথে রনি ব্রিজের ওপরে উঠে নদীতে লাফ দেয়। বন্ধুরা সবাই নদীর তীরে উঠতে পারলেও রনি পানিতে তলিয়ে যায়। রনিকে না পেয়ে তার বন্ধুরা রনির চাচার বাড়িতে খবর দেয়। স্থানীয়রা উদ্ধারে চেষ্টা চালানোর পর কোন সন্ধান না পেয়ে দোহার ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ঢাকা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল এক ঘন্টা চেষ্টার পর টানা ব্রিজের সামনে পানির নিচ থেকে রনির মরদেহ উদ্ধার করে।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, মরদেহটি স্থানীয় জনপ্রতিনিধি ও দোহার থানা পুলিশের উপস্থিতিতে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে দোহার থানা ওসি(তদন্ত) আজহারুল ইসলাম জানান, ঘটনাস্থলে থানার পুলিশ রয়েছে। সেখান থেকে থানায় ফিরে এলে বিস্তারিত জানাতে পারবো।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:11 PM |
Magrib | 5:32 PM |
Isha | 6:52 PM |