আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৪০
বিশেষ প্রতিনিধি কুয়েত :- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করায় বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক,শ্রমিক ও ছাএলীগ কুয়েত শাখা যৌথ আয়োজনে বিজয় ও পিঠা উৎসব এবং সাংস্কৃতিক সন্ধ্যা ছেবদি কাবাদে অনুষ্ঠিত হয়েছে।
প্রথমে ধাপে আব্দুল মান্নানের পরিচালনায় বিভিন্ন বাহারের পিঠা উৎসব উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।
কুয়েতে প্রবাসী পরিবারের পক্ষ থেকে হরেকরকম পিঠা তৈরি নিয়ে আসেন ফলে পিঠা-পুলিতে জমজমাট হয়ে ওঠে পিঠা উৎসব প্রাঙ্গণ। এ উৎসবে ভাপা পিঠা, পুলি,খোলা চিতই,দুধ চিতই,ডিম চিতই,ঝালকুড়ি,পাটিসাপটা, পায়েস, কুলি পিঠা, তেলে ভাজাসহ নানা রংয়ের পিঠা।
দ্বিতীয় পর্যায়ে পবিত্র কুরআন তেলওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
কুয়েত আওয়ামী লীগের সভাপতি হোসেন আহম্মেদ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম,এ মনছুরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আবুল হোসেন (মিনিস্ট্রি),মোহাম্মদ মনিরুজ্জামান (কাউন্সিলর ও দূতালয় প্রধান), ইকবাল আক্তার (পাসপোর্ট ও ভিসা)নিয়াজ মোরশেদ (কাউন্সিলর),আব্দুল লতিফ ফকির।
বাংলাদেশ বিজনেস কাউন্সিল’র সভাপতি লুৎফর রহমান মুখাই আলী, কুয়েত আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী,আল-কামার কোম্পানির সিইও মোঃ কামরুল ইসলাম, ব্যবসায়ী বেলাল হোসেন,নজরুল ইসলাম শাহীন, ইসমাইল হাওলাদার,আলাউদ্দিন আলা, আবুল কাশেম,জাহাঙ্গীর আলম এছাড়া দূতাবাসের কর্মকর্তা,কর্মচারী,কুয়েত আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাএলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও অতিথিবৃন্দ এসময়ে উপস্থিত ছিলেন।
পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কুয়েত প্রবাসী শিল্পীবৃন্দ গানে গানে অতিথিদের মনোমুগ্ধ করে তোলে এ যেন একখন্ড বাংলাদেশে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |