আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ২:০৭
বিডি দিনকাল ডেস্ক :- অদ্য ১৬/১১/২০২১ইং তারিখ কেন্দ্র ঘোষিত ডিজেল, কেরোসিনসহ দ্রব্যমূল্য কমানোর ১২ দফা দাবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র বিভিন্ন থানা ও ওয়ার্ডে কর্মসূচী পালন করা হয়।
রূপনগর থানা বিএনপি’র উদ্যোগে দুয়ারীপাড়া কাঁচা বাজার থেকে স্টার্ন হাউজিং পর্যন্ত প্রতিটি মার্কেটে মার্কেটে লিফলেট বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব মোঃ আমিনুল হক, উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোস্তফা জামান, সদস্য আমজাদ হোসেন মোল্লা, সদস্য মাহবুব আলম মন্টু, রূপনগর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক ইঞ্জি. মোঃ মজিবুল হকসহ থানা ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কাফরুল থানা বিএনপি’র উদ্যোগে কাজীপাড়া বাসস্ট্যান্ড এর পশ্চিম পাশের্^র কাঁচা বাজার থেকে লিফলেট বিতরণ শুরু করে। সাধারণ জনগণ স্বতস্ফুর্তভাবে লিফলেট গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কাফরুল থানার বিএনপি’র সভাপতি আখতার হোসেন জিল্লু, সাধারণ সম্পাদক আকরাম বাবুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ক্যান্টনমেন্ট থানা বিএনপি’র উদ্যোগে বালুঘাট, মানিকদি, ইসিবি চত্ত্বর, মাটিকাটাসহ বিভিন্ন মার্কেটে লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য জনাব তারেক তালুকদার, ক্যান্টনমেন্ট থানার সভাপতি প্রিন্সিপাল মোঃ লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আব্দুর রশিদসহ বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মোহাম্মদপুর থানা বিএনপি’র উদ্যোগে ৩২ নম্বর ওয়ার্ডে শ্যামলী সিনেমা হল হতে বাবর রোড ওষুধ মার্কেট পর্যন্ত লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা বিএনপি’র সভাপতি ওসমান গনি শাহজাহান, থানা বিএনপি’র সহ-সভাপতি আলহাজ¦ বজলুর রহমান, জামাল হোসেন টুয়েল, মীর কামাল, মোঃ আলমগীর হোসেন লাবু, দেলোয়ার হোসেন মামুন, সাজু, মুন্সী সোয়েবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
তুরাগ থানা বিএনপি’র উদ্যোগে খামারপাড়া পুরান বাজার খায়েরটেক পর্যন্ত লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি সদস্য মাহফুজুর রহমান চেয়ারম্যান, সদস্য মোঃ আফাজ উদ্দিন, থানা বিএনপি’র সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খোকা, বিএনপি নেতা হাজী মোঃ জহির, হাজী মোঃ শফিক, মোঃ রিপন হাসান, মোঃ আনোয়ার ডালি, মোঃ মতি, মোঃ খোকন সরকার, মোঃ কামাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
খিলক্ষেত থানা বিএনপি’র উদ্যোগে লেকসিটি কনকর্ড মার্কেট হতে বোর্ডগার্ড জামে মসজিদ মার্কেট পর্যন্ত রাস্তার দুই পাশে মার্কেট এবং দোকানে লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন থানা বিএনপি’র সভাপতি হাজী এস এম ফজলুল হক, সাধারণ সম্পাদক লায়ন সোহরাব খান স্বপনসহ বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মোহাম্মদপুর থানা বিএনপি ৩৪ নম্বর ওয়ার্ডে লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ডের সাধারণ সম্পাদক এডভোকেট মাসুম খান রাজেসসহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
রামপুরা থানা বিএনপি’র উদ্যোগে তালতলা সুপার মার্কেট ও তালতলা কাঁচা মার্কেটে লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক টিম প্রধান মোস্তাফিজুর রহমান সেগুন, সদস্য ফয়েজ আহম্মেদ ফরু, সদস্য আজহারুল ইসলাম সেলিম, সদস্য জাহাঙ্গীর হোসেন মোল্লা, রামপুরা থানার বিএনপি’র সভাপতি হেলাল কবির হেলু ও সাধারণ সম্পাদক রবিউল উসলাম রবিসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
বাড্ডা থানা বিএনপি’র উদ্যোগে বাড্ডা লিংরোডসহ বাড্ডার বিভিন্ন কাঁচা মার্কেট ও সুপার মার্কেটে লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক টিম প্রধান মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহ্বায়ক এ.জি.এম সামসুল হক, সদস্য জাহাঙ্গীর মোল্লা, সদস্য আজহারুল ইসলাম সেলিম, বাড্ডা থানা বিএনপি’র সভাপতি আলহাজ¦ মোঃ তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল কাদের বাবুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |