আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১:৪৬
আবুবকর সিদ্দিক জয়ডপুরহাট-:জয়পুরহাটে প্রেমিকাকে ডেকে নিয়ে ধর্ষণের দৃশ্য মুঠোফোনে ধারন করায় প্রেমিকসহ দু’বন্ধুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জেলার পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের একটি গ্রামে এই ঘটনা ঘটে। রবিবার সকাল ১০টার দিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ বিষয়টা নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব।
আটককৃত যুবক পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের কাকড়া পিংলু (মাগুরা) গ্রামের হামিদুলের ছেলে কামিরুল (২০)।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, শুক্রবার রাতে বাড়ির পাশে ফাঁকা ফসলি মাঠের গভীর নলক‚পের ঘরে প্রেমিকা ডাকেন প্রেমিক। ওই স্থানে চলে আসেন প্রেমিকা। ওই প্রেমিকা গভীর নলক‚পের ঘরে গিয়ে তার প্রেমিকের সঙ্গে আরও দুইজনকে দেখতে পায়। এসময় তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রেমিকাকে প্রেমিকসহ দুই বন্ধু মিলে ধর্ষণ করে। শনিবার রাতে পাঁচবিবি থানায় মামলা দায়ের করা হয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, এ ঘটনায় ওই কিশোরীর অভিযোগ, তাকে তিনজন মিলে ধর্ষণ করেছে। জিজ্ঞাসাবাদের জন্য কামিরুল নামে একজনকে আটক করা হয়েছে। তার কাছে ধর্ষণের ভিডিও চিত্র পাওয়া গেছে। মামলা দায়ের পরের দিন (রবিবার) সকাল ১০টার দিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |