আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৪৫
বিডি দিনকাল ডেস্ক :-ধর্ষণের মামলায় দায়ের হওয়া মামলায় ৭১ টিভির হেড অব নিউজ শাকিল আহমেদ আগাম জামিন পেয়েছেন। সোমবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আসামি শাকিলের পক্ষে শুনানি করেন আইনজীবী মুরাদ রেজা। অপরদিকে বাদীর পক্ষে ছিলেন আইনজীবী এম সারওয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহিউদ্দিন দেওয়ান। পরে আইনজীবী এম সারোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, হাইকোর্টের এই জামিন আদেশের বিরুদ্ধে আমরা আপিলে যাবো।
রাজধানীর গুলশান থানায় গত বৃহস্পতিবার রাতে ৭১ টিভির বার্তা প্রধান শাকিল আহমেদের বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলাটি করেন এক নারী চিকিৎসক। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারা ও দ-বিধির ৩১৩ ধারায় শাকিল আহমেদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এজাহারে বলা হয়, শাকিল ওই নারী চিকিৎসককে নির্যাতন করেছেন এবং তার ইচ্ছার বিরুদ্ধে গর্ভপাতে বাধ্য করেছেন।
মামলা করার পর শারীরিক পরীক্ষার জন্য ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। রাত সোয়া ১২টার দিকে তাকে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।
গত ৩রা নভেম্বর শাকিল আহমেদের বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক গড়ে প্রতারণার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন ওই নারী। ওই নারী জানান, তিনি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) কর্মরত ছিলেন। পাশাপাশি সংবাদ উপস্থাপক হিসেবে কয়েকটি টেলিভিশনে কাজ করেছেন।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |