আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:০৫
মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি :
অধিক ঝুঁকি’তে থাকা করোনায় আক্রান্তদের তালিকায় ধূমপায়ীদের নাম সংযুক্ত করার দাবি জানিয়েছেন চিকিৎসকরা। মালয়েশিয়ান ম্যাডিকেল এসোসিয়েশান এর পক্ষ থেকে দেশটি স্বাস্থ্য মন্ত্রনালয়ের কাছে এ দাবি জানানো হয়।
সংস্থাটি বলছে অন্যান্যদের তুলনায় ধূমপায়ীদের করোনায় সংক্রমন হওয়ার অধিক ঝুঁকি রয়েছে। সংস্থাটির সভাপতি ডক্টর সুব্রামানিয়াম মুনিয়ান্ডি বলেন, ধূমপায়ীদের লাঞ্চ অপেক্ষাকৃত দুর্বল থাকে যা করোনা সংক্রমন হওয়ার পর তা থেকে মুক্ত হতে সঠিকভাবে কাজ করতে পারে না। অধিক ঝুঁকিতে থাকাদের তালিকা প্রকাশ করতে গিয়ে তিনি এসময় ধূমপায়ীদের নামও যুক্ত করারও দাবি জানান।
ফ্রি মালয়েশিয়ান টুডে’কে দেয়া এক স্বাক্ষাতকারে তিনি বলেন, সাম্প্রতিক সংক্রমনের অভিজ্ঞতা থেকে দেখা যাচ্ছে আক্রান্তদের একটি বড় সংখ্যা ধূমপায়ী।
প্রতিবন্ধি, সিনিয়র নাগরিক, মূমূর্ষ অবস্থায় থাকা রোগী, ঝুঁকিপূর্ণ চাকুরী করা কর্মীদের নামও রয়েছে এ তালিকায়। রয়েছে নিয়মিত মেডিকেল চেকআপ করেন না এমন ব্যাক্তিদের নামও।
মালয়েশিয়ান মেডিক্যাল এসোসিয়েশনের সভাপতি সুব্রামানিয়াম আরো বলেন, প্রত্যেকের উচিত ম্যাডিকেল চেকআপ করে যার যার স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা।
তিনি আরো বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপে দেখা যাচ্ছে, ধূমপায়ীদের শরিরে করোনা ভাইরাস অধিক সময় থাকছে এবং আক্রান্ত করছে, এমনকি সাম্প্রতিক সময়ে হাসপাতালে ভর্তি হয়ে মারা যাওয়াদের তালিকায় ধূমপায়ীদের সংখ্যাই বেশি।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |