- প্রচ্ছদ
-
- অপরাধ
- নওগাঁর নিয়ামতপুরে গাজাসহ গ্রেফতার-২
নওগাঁর নিয়ামতপুরে গাজাসহ গ্রেফতার-২
প্রকাশ: ৯ এপ্রিল, ২০২১ ৪:৪১ অপরাহ্ণ
নওগাঁ প্রতিনিধি:- নিয়ামতপুরে গোপন সংবাদের ভিত্তিতে ৩কেজি ৪শগ্রাম গাজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রসুলপুর ইউনিয়নের সালালপুর গ্রামের শিমুল তলা মোড়ের প্রধান রাস্তা থেকে তাদের আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা পোরশা থানার পশ্চিম দোয়াপাল গ্রামের আবু সাইদের ছেলে সুফিয়ান (৩৫) ও একই গ্রামের মহিউদ্দীনের ছেলে ইসমাইল (৩১)। এ ঘটনায় র্যাবের পুলিশ পরিদর্শক (নিঃ) মামুন হাওলাদার (সিপিএসসি, র্যাব-৫, রাজশাহী) বাদী হয়ে নিয়ামতপুর থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা রজু করেন এবং এজাহারসহ আসামীকে পুলিশে সোপর্দ করেন।
মামলার এজাহার সুত্রে জানা যায়, র্যাব-৫ এর একটি অপারেশন দল কম্পানী কমান্ডার মেজর মোর্শেদের নেতৃত্বে টহল ও বিশেষ মাদক অভিযানের উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান কালে গোপন সংবাদে জানতে পারেন যে, দুইজন মাদক ব্যবসায়ী গাজা নিয়ে সালালপুর গ্রামের শিমুল তলা মোড়ের পশ্চিমে জৈনক লতিফের জমির দক্ষিন পার্শের রাস্তার উপর অবস্থান করছে। এমন সংবাদে র্যাবের দলটি ওই স্থানে পৌঁছালে সুফিয়ান ও ইসমাইল পালানোর চেষ্টা করলে তাকে হাতেনাতে ধরে ফেলে র্যাব সদস্যরা। এ সময় তার নিকট থেকে কেজি ৪শ গ্রাম গাজা, একটি লাল রঙের টিভিএস মেট্রো নওগাঁ হ ১৪-৮৬৪৮ ও ১টি মোবাইল ফোনও জব্দ করা হয়।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি নিয়মিত মামলা রজু হয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Please follow and like us:
20 20