আজ মঙ্গলবার | ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৭ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৩:০৫
ব্রেলভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় গাড়ির চাকায়হাওয়া দেয়ার সময় ঐ চাকা ফেটে জনৈক জয় (২২) নামে এক যুবকের মর্মান্তিকমৃত্যু হয়েছে। শনিবার সকাল আনুঃ সাড়ে ১০টায় নজিপুর নওগাঁ সড়কেরপুরাতন শিরিনা ক্লিনিকের সন্নিকটে হোসেনের গ্যারেজে কাজ করার সময় এদূর্ঘটনা ঘটে।
মৃত জয় উপজেলার পাটিচরা ইউপির বহবলপুর এলাকার শিবেনের ছেলে বলেপুলিশ জানিয়েছে।
পত্নীতলা থানা সূত্রে জানাগেছে, হোসেনের গ্যারেজে সকালে একটি গাড়িরচাকায় জয় হাওয়া দিতে গিয়ে হঠাৎই চাকাটি বিকট শব্দে বিষ্ফোরিত হয়েউপড়ে উঠে যায় এসময় তাৎক্ষনিক ঐ চাকাটি উপড় থেকে সরাসরি এসেজয়ের উপর পড়লে সেখানেই তার মৃত্যু হয়।
এব্যাপারে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ সামসুল আলম শাহ ঘটনারসত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
Dhaka, Bangladesh সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:04 PM |
Asr | 3:06 PM |
Magrib | 5:27 PM |
Isha | 6:47 PM |