- প্রচ্ছদ
-
- রাজশাহী
- নওগাঁর পত্নীতলায় জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ আলোচনা সভা অনুষ্ঠিত
নওগাঁর পত্নীতলায় জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ: ১১ জুন, ২০২৩ ১১:৫৩ পূর্বাহ্ণ
ব্রেলভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি – নওগাঁর পত্নীতলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ডেমিয়েন ফাউন্ডেশনের আয়োজনে নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় হল রুমে জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচী টিভি, মেলেরিয়া, এইচ.আই.ভি, এবং কোভিট- ১৯ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুদিন ব্যাপী আলোচনা সভা রোববার শেষ হয়েছে।
অনুষ্ঠানে ডেমিয়েন ফাউন্ডেশনের টিএনসিএ সুজাতা রাণী সরকারের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলা যক্ষা রোগ নিয়ন্ত্রণ কমসূচির মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব রাইহান শরিফ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মাসুদ রানা সিয়াম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোতালেব হোসেন লাইফ, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক দিলিপ চৌহান। এসময় উপস্থিত ছিলেন বিজিব সদস্যবৃন্দ, ফায়ার সার্ভিস কর্মী, এলাকার পল্লী চিকিৎসকবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুধীজন প্রমূখ ।
Please follow and like us:
20 20