ব্রেলভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি – নওগাঁর পত্নীতলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির পরিচিতি ও দায়িত্ব বুঝিয়ে দেয়া উপলক্ষে মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রুমানা আফরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নওশাদ আলী। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, নওগাঁ দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ সহকারী পরিচালক মোহাঃ আলী হায়দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার জাহিদুর রহমান, পত্নীতলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব সামসুর রহমান চৌধুরী বুলবুল, সহ-সভাপতি স্বদেশ কুমার মন্ডল, সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন, তসলিম উদ্দিন মিয়া, বাবু অজিত রায়, রঞ্জু রানী মন্ডল, পপি রানী, সূধির তির্কী প্রমুখ।
পরে অতিথিবৃন্দ উপজেলার পুঁইয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সততা ষ্টোর পরিদর্শন করেন।