ব্রেলভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি – দৈনিক যায়যায়দিন পত্রিকা ১৭তম বষ পূর্ণ করে ১৮তম বষে পদার্পন করায় নওগাঁর পত্নীতলায় এক বণাঢ্য রেলি শেষে নজিপুর পুরাতন বাজার পত্নীতলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরীর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী আমিনুল হক, পত্নীতলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাঃ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদিন, সাংবাদিক দিলিপ চৌহান, আল-আমিনরহমান, পরেশ টুডু, মিজানুর রহমান, টিপু সুলতান, যতিন টপ্য, পত্রিকাটির প্রতিনিধি সহ অন্যান্য সংবাদিক ও সূধিজন প্রমূখ।
এসময় বক্তারা আগামীতে পত্রিকাটি প্রচার প্রচারনায় সকলের শীর্ষে থাকবে এবং বিগত বছরের সাফল্যে উদভাসিত হয়ে আগামীতে আরো বেশি করে গ্রামীণ জনগোষ্ঠীর কথা তুলে ধরবে এই আশা ব্যক্ত করেন।