আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:২৮
ব্রেলভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় করোনাভাইরাস (কোভিড–১৯) এর সংক্রমণ বাড়লেও স্বাস্থ্যবিধি মানছে নাঅত্রাঞ্চলের বেশির ভাগ মানুষ। স্বাস্থ্যবিধি না মানায় করোনার সংক্রমণেরঝুঁকি দিন দিনই বাড়ছে। স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনের অভিযান চলমানথাকলেও উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড এলাকার বঙ্গবাজার, বাসস্ট্যান্ডএলাকার বিভিন্ন কাপড়ের দোকান, মনোহারী দোকান, হোটেল রেস্তোরা, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, নতুনহাট সহ উপজেলার বিভিন্ন হাট–বাজার ওচটপটি, ফুচকা, সিংগাড়া এবং চায়ের দোকান গুলোতে এখনও গাদাগাদি করেবেচা–কেনা করতে দেখা গেছে। পরিস্থিতি এমন যে, এসব এলাকায় নিরাপদশারীরিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না।
এদিকে উপজেলার নজিপুর ইউপির যদুবাটি এলাকার মৃত আঃ কাইয়ুমেরছেলে করোনা পজিটিভ জনৈক আব্দুল গফুর (৬৫) নামের একজন রোগী মৃত্যুবরন করেছেন। সোমবার দিবাগত রাত আনুঃ আড়াইটায় যদুবাটি এলাকারনিজ বাড়িতে শ্বাস কষ্ট হয়ে তার মৃত্যু হয়। তার স্ত্রী আফরোজা (৫০)ওগুরুত্বর অসুস্থ বলে জানাগেছে। উপজেলায় এ পর্যন্ত করোনায় মোট ৩জনেরমৃত্যু হয়েছে। আক্রান্ত রয়েছে ২৭জন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খালিদসাইফুল্লাহ জানান, আব্দুল গফুর গত ৩১ মে/২০২১ সোমবার করোনাপরীক্ষার জন্য নমুনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিলে ৩জুন বৃহস্পতিবার তারকরোনা পজিটিভ রিপোর্ট আসে। এ অবস্থায় রবিবার রাতে তার শ্বাসকষ্ট বেড়েগিয়ে শারীরিক অবস্থার অবনতি হলে নিজ বাড়িতেই তার মৃত্যু হয়। সোমবারসকালে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তর ইসলামিক ফাউন্ডেশনেরসহযোগীতায় স্বাস্থ্যবিধি মেনে আব্দুল গফুরের পারিবারিক কবরস্থানে তারদাফন সম্পন্ন করেছে। বর্তমানে উপজেলায় ২৭জন করোনা পজিটিভ রোগীরয়েছে। তারা সবাই বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। উপজেলায় এ পর্যন্ত৩জনের মৃত্যু হয়েছে।
সমপ্রতি নজিপুর বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন কাপড়ের দোকান, বঙ্গবাজার, মনোহারী দোকান, হোটেল রেস্তোরা, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, পুরাতনবাজার হাট, নতুনহাট, চকনিরখীন মোড়, মামুদপুর মোড়, মধইল বাজার, শিবপুরহাট বাজার সহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সবজি, মাছ, মুদি, পান, সুপারি, ফল, দই, মিষ্টি, চটপটি, ফুচকা, সিংগাড়া এবং চায়ের দোকানেরবিক্রেতাসহ অধিকাংশ দোকানি মাস্ক ছাড়া পণ্য বিক্রয় করছেন। একইসঙ্গেমাস্ক ছাড়াই কেনাকাটা করছেন ক্রেতারা। মানছেন না নিরাপদ শারীরিকদূরত্বও। পাশাপাশি বেশিরভাগ ক্রেতা ও বিক্রেতাকে মাস্ক ছাড়াই বেচা কেনাকরতে দেখা গেছে। ক্রেতাদের কারো কারো মুখে মাস্ক থাকলেও বিক্রেতাদেরবেশির ভাগের মুখে মাস্ক নেই। অনেকে আবার মুখে মাস্ক পরলেও সেটি আবারকারো কারো ঝুলছে থুঁতনিতে আর কানের ধারে।
করোনা ঠেকাতে শুধু মাস্ক পরাই যথেষ্ট নয়, মানতে হবে সামাজিক দূরত্বেরবিধিও। অপরদিকে গণ পরিবহনে একটি সিটে একজন বসার কথা থাকলেওতা মানা হচ্ছে না। ব্যাটারি চালিত চার্জার, সিএনজি গাড়ি গুলোতে ৬/৭জনকরে বসানো হচ্ছে, ভ্যান রিক্সা গুলোতেও একই অবস্থা। আর মসজিদগুলোতেও কোন স্বাস্থ্য বিধির বালাই নেই।
এদিকে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি নিশ্চিত করতেস্বাস্থ্য বিভাগের করোনা পরীক্ষা আরো বাড়ানো সহ প্রশাসনের নজরদারিবাড়ানোর আহ্বানা জানিয়ে এলাকাবাসী জানান, আমের মৌশুম হওয়ায়জেলার সাপাহার, পোরশা সহ অত্রাঞ্চলে আম কিনতে আসা বাহিরের ট্রাক ওমানুষের সমাগম দিনদিনই বেড়ে যাওয়ায় করোনা সংক্রমনের ঝুঁকি বেড়েইচলেছে। অত্রাঞ্চলের মানুষকে স্বাস্থ্যবধি মানাতে এখনই দ্রুত ব্যবস্থা নেওয়া নাহলে করোনা আরো ভয়াবহ রূপ নিতে পারে।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন সরকার জানান, স্বাস্থ্যবিধিমানাতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত উপজেলার বিভিন্ন হাটবাজার গুলোতেও জনসমাগম এলাকা গুলোতে সচেতনতা মূলক মাইকিং ও অভিযানপরিচালিত হচ্ছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |