- প্রচ্ছদ
-
- রাজশাহী
- নওগাঁর পত্নীতলায় সিধুয়া স্কুলের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নওগাঁর পত্নীতলায় সিধুয়া স্কুলের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
প্রকাশ: ৭ ফেব্রুয়ারি, ২০২৪ ১:১২ অপরাহ্ণ
ব্রেলভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি – নওগাঁর পত্নীতলায় উপজেলার সিধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী এবং সন্ধ্যায় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি সুভাষ চন্দ্র সাহা এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিন্দর ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বদেশ কুমার মন্ডল। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান রুবেল হোসেন, সাবেক পৌর কাউন্সিলর মিল্টন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, সুধীজন প্রমুখ।
সন্ধ্যায় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বদেশ কুমার মন্ডলের বিদ্যালয় হতে আগামী ১৫ই ফেব্রুয়ারি অবসর গ্রহণ উপলক্ষে তাকে বিদায় সম্বর্ধনা জানানো হয়।
Please follow and like us:
20 20