আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৪৩
ব্রেলভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি ঃ নওগাঁর পত্নীতলায় ইয়াকুব আলী (৫৫) নামে এক ব্যক্তি বুধবার বেলা আনুঃ সাড়ে ১০টায় নিজস্ব লাইসেন্সকৃত বন্দুক দিয়ে গুলিকরে আত্মহত্যা করেছে।
জানা গেছে নিহত ইয়াকুম আলী উপজেলার আকবরপুর ইউপির চেরাডাঙ্গা গোয়ালগ্রামের মৃত আঃ হামিদ চার ছেলে এক মেয়ের মধ্যে সবার ছোট ছেলে। বেলা আনুঃ সাড়ে ১০টায় সবার অজান্তে বাড়ির ছাদে গিয়ে নিজস্ব লাইসেন্সকৃত বন্দুক দিয়ে মুখের থুতনিতে বন্দুক ঠেকিয়ে গুলি চালালে তাৎক্ষণিক ইয়াকুব আলীর মৃত্যু হয়।
এবিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলাম শাহ্ এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনা নিশ্চিত করে বলেন পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসে ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করেছে এবং বন্দুকটি জব্দ করা হয়েছে। এব্যাপারে পত্নীতলা থানায় নিহতের বড় ভাই রমজান আলী বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে। তবে ঠিক কী কারণে ইয়াকুব আলী আত্মহত্যা করেছেন তা ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের পর জানা যাবে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |