- প্রচ্ছদ
-
- রাজশাহী
- নওগাঁর পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী সেবা প্রদানের জন্য এ্যামবুলেন্স প্রদান
নওগাঁর পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী সেবা প্রদানের জন্য এ্যামবুলেন্স প্রদান
প্রকাশ: ২৭ মার্চ, ২০২৪ ৫:৪১ অপরাহ্ণ
ব্রেলভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি – উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প(UGDP), স্থানীয় সরকার বিভাগ ও জাপান ও বাংলাদেশ সরকার এর বন্ধুত্ব ও সহযোগিতার প্রতীক হিসাবে জাপানীজ ODA লোন দ্বারা পরিচালিত নওগাঁর পত্নীতলা উপজেলায় রোগীদের জরুরী সেবা প্রদানের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এম্বুলেন্স ও যন্ত্রপাতি সরবরাহ উপ-প্রকল্পের আওতায় দেয়া একটি এ্যামবুলেন্সের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ৪৭, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান সরকার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ (রাহাদ), মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ খালিদ সাইফুল্লাহ্, পত্নীতলা থানার আফিসার ইনচার্জ মোজাফফর হোসেন, জাইকা কর্মকর্তা রায়হানুল আলম, সুধীজন প্রমুখ।
জাইকা কর্মকর্তা রায়হানুল আলম জানান জাইকার অর্থায়নে ও উপজেলা পরিষদের বাস্তবায়নে উপজেলায় জরুরী সেবা প্রদানের জন্য এ্যামবুলেন্স সরবরাহ ও স্বাস্থ্য কমপ্লেক্সে যন্ত্রপাতি সরবরাহের নিমিত্তে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প হতে ৬ষ্ঠ পর্যায়ের প্রাক্কলিত বাজেট প্রায় ৪৪ লক্ষ ৬৯ হাজার টাকা। এছাড়া উপজেলায় প্রতি বছর সক্ষমতা উন্নয়ন ও অবকাঠামো উন্নয়ন উপ প্রকল্প বাস্তবায়ন করা হয়ে থাকে।
Please follow and like us:
20 20