আজ মঙ্গলবার | ১৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ২:২৩
ব্রেলভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় নওগাঁর পতœীতলায় উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে কোভিড-১৯ ইউনিয়ন ভিত্তিক টিকাদান কর্মসূচীর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় উপজেলা সদর নজিপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের নজিপুর সিদ্দিকীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে উক্ত টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নওগাঁ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান সরকার।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার, সহকারী কমিশনার ভূমি সানজিদা সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ, পতœীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান, আরএমও ডাঃ দেবাশিষ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও পতœীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, ডাঃ রুহুল কুদ্দুস কাজল সহ অন্যান্য সূধীজন, চিকিৎসক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ প্রমূখ।
উপজেলার ১১টি ইউপি ও নজিপুর পৌরসভার ২৫বছর উর্দ্ধো বয়সী ৭হাজার ৩শজনকে এ টিকা প্রদান করা হবে। এবাদে পূর্বের ১ম ডোজ এ্যাসটেজেনিকা টিকা নেয়া ব্যক্তিদের ২য় ডোজ আগামী দুই দিন স্বাস্থ্যকমপ্লেক্স চত্বরে প্রদান করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে জানাগেছে।
Dhaka, Bangladesh সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:20 AM |
Sunrise | 6:40 AM |
Zuhr | 12:01 PM |
Asr | 3:02 PM |
Magrib | 5:22 PM |
Isha | 6:43 PM |