আজ মঙ্গলবার | ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৭ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৩:৩৪
ব্রেলভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর পতœীতলায় পূর্ব শত্রæতার জের ধরে প্রায় এক একর জমির ধান বিনষ্টের ঘটনা ঘটেছে। গত ৯অক্টোবর/২০ শুক্রবার রাতে উপজেলার পাটিচরা ইউপির আমবাটী গ্রামে এ ঘটনা ঘটে।
জানাগেছে, উপজেলার পাটিচরা ইউপির আমবাটী গ্রামের ময়েজ উদ্দীনের ছেলে আব্দুস সামাদ এর ভোগদখলকৃত ৯০শতক জমি নিয়ে প্রতিপক্ষ মৃত ময়েন উদ্দীনের ছেলে আব্দুল করিম, আবুল কালাম, শরিফুল, আশরাফুল ইসলাম গংদের সাথে দীর্ঘদিনের বিরোধ হয়ে আসলে বিগত সময়ে গ্রাম্য সালিশে তা সমাধানের চেষ্টা করলেও পরবর্তীতে তা বিজ্ঞ আদালতে মামলা রজু হয়। এরই জের ধরে গত ৯অক্টোবর/২০ শুক্রবার সন্ধ্যা রাতে আব্দুস সামাদের প্রতিপক্ষরা সংঘবদ্ধ হয়ে বিবাদমান ঐ জমির রোপনকৃত ধানে স্প্রে মেশিন দিয়ে বিষ প্রয়োগ করতে থাকে। এখবর জানতে পেরে আব্দুস সামাদ সহ তার লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রতিপক্ষকে বাধা দিলে তারা তাদের উপর চড়াও হয়।
এসময় আব্দুস সামাদ সহ তার লোকজনের চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থালে আসলে প্রতিপক্ষরা পালিয়ে যায়। বিষয়টি পরে আব্দুস সামাদ স্থানীয় কৃষি অধিদপ্তরে জানালে স্থানীয় কৃষি অধিদপ্তর ধানক্ষেত পরিদর্শন করে জমিতে ঘাষ মারা বিষ প্রয়োগ করা হয়েছে বলে জানান।
এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার জানান, কৃষকের অভিযোগের প্রেক্ষিতে তারা এলাকা পরিদর্শন করেছেন এবং ধানে ঘাষ মারা বিষ প্রয়োগ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।
এব্যাপারে ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুস সামাদ জানান আইনি সহায়তার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন।
Dhaka, Bangladesh সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:04 PM |
Asr | 3:06 PM |
Magrib | 5:27 PM |
Isha | 6:47 PM |