- প্রচ্ছদ
-
- অপরাধ
- নওগাঁর যুবককে ঢাকার আশুলিয়ায় হত্যা করে অটোরিকশা ছিনতাই
নওগাঁর যুবককে ঢাকার আশুলিয়ায় হত্যা করে অটোরিকশা ছিনতাই
প্রকাশ: ১৪ জানুয়ারি, ২০২১ ১২:৩৯ অপরাহ্ণ
জেলা প্রতিনিধি নওগাঁঃ-নওগাঁর যুবককে ঢাকার আশুলিয়ায় হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।খবর পেয়ে চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে আশুলিয়ার কাইছাবাড়ির এলাকার আঞ্চলিক সড়কের পাশে পরিত্যক্ত মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক জসিম উদ্দিন।
নিহত অটোরিকশা চালকের নাম মোফাজ্জল হোসেন।তিনি নওগাঁ জেলার ধামইরহাট থানার আড়ানগর গ্রামের মোজাফফর হোসেনের ছেলে। বর্তমানে আশুলিয়ার কাইছাবাড়ি এলাকার শাহাদাত হোসেনর বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
নওগাঁর ধামুইরহাটের নিহতের স্বজন ওসমান গনির বরাত দিয়ে এসআই জসিম উদ্দিন জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে বাসা থেকে রিকশা নিয়ে বের হন মোফাজ্জল। পরে সকাল ৮টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পেরে ঘটনাস্থলে গিয়ে মোফাজ্জলের লাশ দেখতে পান ওসমান গনি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনিয়ে নেওয়ার জন্যই তাকে হত্যা করা হয়েছে। তার মাথার পিছনে জখমের চিহ্ন রয়েছে। লোহার রড বা ভারী কোনো কিছু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উক্তভঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
নিহত যুবকের গ্রামের বাড়ি নওগাঁর ধামুইরহাটে বইছে শোকের মাতম।
Please follow and like us:
20 20