আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:২৪
ব্রেলভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ উঁরাও স্টুডেন্ট এসোসিয়েশন (নসা) ও পতœীতলা উপজেলার আদিবাসী জনগোষ্ঠীর যৌথ আয়োজনে উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমী, নজিপুরে শনিবার বিকেলে উড়াও দিবসের গুরুত্ব, কারামের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা, আদিবাসী ভাষায় কবিতা আবৃত্তি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নওগাঁ উঁরাও স্টুডেন্ট এসোসিয়েশন (নসা)র সভাপতি জতিন টপ্যর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বরদা (ইঙজউঅ)র সাধারণ সম্পাদক ও নওগাঁ উঁরাও স্টুডেন্ট এসোসিয়েশন (নসা)র উপদেষ্ঠা বৈদ্যনাথ টপ্য।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, পতœীতলা থানার ইন্সপেক্টও তদন্ত হাবিবুর রহমান, কারিতাস রাজশাহী অঞ্চলের কর্মসূচী কর্মকর্তা (বিএম) দীপক এক্কা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও পতœীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, যুব পরিষদ নওগাঁর উপদেষ্ঠা মোশারফ হোসেন চৌধুরী, আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির কোষাধক্ষ্য ও নওগাঁ উঁরাও স্টুডেন্ট এসোসিয়েশন (নসা)র উপদেষ্ঠা সূধীর তির্কী, আদিবাসী যুবপরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নরেন পাহান, আশা প্রকল্প পতœীতলার মাঠ কর্মকর্তা বিরোক এক্কা, পতœীতলা প্রেসক্লাবের সদস্য দিলীপ চৌহান, উপজেলা খ্রিস্টান উপাসনা কমিটির সাধারন সম্পাদক ইগ্নে সিউস হেমব্রম, সহ-সভাপতি যোসেফ হেমব্রম, আদিবাসী যুব পরিষদ পতœীতলার আহŸায়ক পরেশ টুডু, সন্যাসতলা নাসরীন সিদ্দিকী বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক কালিপদ খালকো, কাঠগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন খালকো।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ টপ্য, অনিল এক্কা, হাকিম উঁরাও, মাতিন বাস্কে, অমল এক্কা, করমা তিগ্যা, পরিমল মাষ্টার, শনিরাম (বাবলু), অবিনাস কিসপটা, পরেশ, লুইস মুর্মু, ভারত পাহান, হাবিল টুডু, লগেন কর্মকার, দিনমনি তিগ্যা, প্রফুল্ল তির্কী, নিতাই তির্কী, রাতিয়া উঁরাও, আলব্রিকুশ মারান্ডি, বিরেশ খয়া, মলিন উঁরাও, রুবেল লিন্ডা, মহিন্দ্র উঁরাও, সুজিত পাহান, শাকিল পাহান, সুনিল কিসপট্টা প্রমূখ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |