- প্রচ্ছদ
-
- রাজশাহী
- নওগাঁয় জহির রায়হান পরিবারের প্রয়াত প্রিয়মুখ রাজু – ডাঃ জিয়া স্বরণে- “স্বরণকথন” অনুষ্ঠিত।
নওগাঁয় জহির রায়হান পরিবারের প্রয়াত প্রিয়মুখ রাজু – ডাঃ জিয়া স্বরণে- “স্বরণকথন” অনুষ্ঠিত।
প্রকাশ: ১৬ জানুয়ারি, ২০২১ ৬:২৮ অপরাহ্ণ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ:-গত ১৫ জানুয়ারি বিকাল ৫.৩০ মিনিটে জেলা সমবায় চত্বরে জহির রায়হান নওগাঁ পরিবারের পৃষ্ঠপোষক- ডাঃ জিয়াউল হক জিয়া ও সংসদের সদস্য- জাহাঙ্গীর আলম রাজু করোনাকালে অকাল প্রয়াণে- স্মরণকথন অনুষ্ঠিত হয়। সংসদের উপদেষ্টা হবিবর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও জহির রায়হান নওগাঁ পরিবারের সাধারণ সম্পাদক রহমান রায়হানের সঞ্চালনায় অতিথি ও আলোচক হিসেবে উপস্হিত ছিলেন সংসদের পৃষ্ঠপোষক ও উপদেষ্টা এম, মাসুদ রানা,সংসদের উপদেষ্টা কামাল আহমেদ, সংসদের সহ- সভাপতি ও নাট্যশৈলী, নওগাঁর সভাপতি- ময়েন উদ্দিন ময়েন,বাউলবাড়ী,নওগাঁর সভাপতি- আত্তাব হোসেন আলতাফ, সংসদের সহ- সাধারণ সম্পাদক- বেলাল হোসেন, সংসদের তথ্য ও প্রযুক্তি সম্পাদক- তোফাজ্জল হোসেন তপু, চলচ্চিত্র ও আর্কাইভ সম্পাদক ও নাট্যশৈলী, নওগাঁর সাধারণ সম্পাদক- এন, আর খোরশেদ আলম রাজু, দপ্তর ও পাঠাগার সম্পাদক- ফারুক চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক- জাহিদুল হক মিন্টু, অর্থ ও পরিকল্পনা সম্পাদক- জাহাঙ্গীর আলম, নাট্যশৈলী, নওগাঁর নির্বাহী সভাপতি- শাকিব ইসলাম কাজল, বাউলবাড়ী, নওগাঁর সাধারণ সম্পাদক- ফজলে রাব্বি মানিক, নাট্যশৈলী, নওগাঁর সাংগঠনিক সম্পাদক- অন্তর আহম্মেদ প্রমূখ। এছাড়াও জহির রায়হান চলচ্চিত্র সংসদ ও অংগ সংগঠন বাউলবাড়ী, নাট্যশৈলী, ছবিরহাট, কবিতাকুঞ্জ, বৃক্ষাশ্রম, নগর কৃষি- নাগরিক চাষী, বিজ্ঞানানন্দ এর শতাধিক কর্মী ও সংগঠকবৃন্দের উপস্থিতিতে জহির রায়হান নওগাঁ পরিবারের প্রজন্ম সদস্য ও ছবিরহাট চারুকলা নওগাঁ পরিবারের শিক্ষার্থী জেলার এস, এস, সি- ২০২০ ফলাফলে শেষ্ঠত্ব অর্জন, শেখ রাসেল জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা- ২০২০ এ সৃজনশীল নৃত্যে “গ” বিভাগে প্রথম স্থান ও লোক নৃত্য “গ” বিভাগে দ্বিতীয় স্থান এবং করোনাকালে মানবিক সেবায় নিয়োজিত পুলিশ- ডাক্তার- নার্স- সামাজিক- সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী কর্মীদের উপর বিশেষ চিত্রাংকন প্রতিযোগিতায় বিশেষ সাফল্য রাখায় পর্যায়ক্রমে- মালিহা মাসফিরাত মেধা, ফারিহা তাবাসসুম প্রজ্ঞা, সাদিয়া আফরিন মৌ, আসমা সাদিকা আনিকা, আকাশ আহম্মেদ, আহনাফ আদিল কে সংবর্ধনা প্রদান করা হয়।
এবং বাউলবাড়ী, নওগাঁর অর্ধশতাধিক শিল্পীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয় নওগাঁ মাল্টিপারপাস্ কো- অপারেটিভ সোসাইটি লিঃ এর সহযোগিতায়। অনুষ্ঠানের শেষ পর্বে কনকনে ঠান্ডায় বাউলগানের আসর মাতিয়ে তোলেন বাউলবাড়ী, নওগাঁর বাউল শিল্পীবৃন্দ।
Please follow and like us:
20 20